Ajker Patrika

সড়ক সংস্কারে নিম্নমানের কাজের প্রতিবাদ করায় হুমকি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৬: ২৮
সড়ক সংস্কারে নিম্নমানের কাজের প্রতিবাদ করায় হুমকি

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তার সংস্কার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও অনিয়ম করার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কার্য সহকারী মো. আব্দুল মালেক মুক্তা এ হুমকি দেন বলে জানা গেছে। গতকাল বুধবার সকালে তাড়াশ-কাটাগাড়ি সড়কের তাড়াশ পৌর এলাকার ভাদাশ গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, দরপত্রের মাধ্যমে তাড়াশ থেকে কাটাগাড়ি জিসি পর্যন্ত সাড়ে ৯ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ পায় টাঙ্গাইলের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দাস ট্রেডার্স। সংস্কার ব্যয় ধরা হয় প্রায় ৮ কোটি ৪৭ লাখ ৩১ হাজার ৮৯৮ টাকা। কাজটি শুরু হয় গত ২০১৯ সালের ডিসেম্বর মাসে। চুক্তি মোতাবেক ২০২১ সালের এপ্রিল মাসে সংস্কার কাজ শেষ করার কথা ছিল।

স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা গেছে, তাড়াশ পৌর এলাকার ভাদাশ গ্রামে ওই রাস্তা সংস্কারে নিম্নমানের পাথর, পরিমাণে কম বিটুমিন ব্যবহার করা হয়। বুধবার ভাদাশ গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম, মজনু ও হাসান আলীসহ কয়েকজন এর প্রতিবাদ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংস্কার কাজ দেখভালের দায়িত্বে থাকা প্রকৌশল অধিদপ্তরের কার্য সহকারী মো. আব্দুল মালেক মুক্তা। একপর্যায়ে মুক্তা স্থানীয়দের ওপর চড়াও হন। দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে দ্রুত চলে যেতে বলেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দাস ট্রেডার্সের মালিক হিল্টন সাহার সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হয়। কিন্তু ওপাশ থেকে সাড়া দেননি তিনি।

কথা হলে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কার্য সহকারী মো. আব্দুল মালেক মুক্তা বলেন, ‘রাস্তা নির্মাণে মিক্সিংয়ে (উপকরণ মেশানো) সমস্যা হতে পারে।’

উপজেলা প্রকৌশলী মো. ইত্তেখার বলেন, ‘বিষয়টি দুঃখ জনক। আমি বিষয়টি দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত