Ajker Patrika

আলুর ভালো ফলনেও কৃষকের শঙ্কা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ১৫
আলুর ভালো ফলনেও কৃষকের শঙ্কা

নীলফামারীতে আলুর ভালো ফলন হলেও দাম না থাকায় লোকসানের আশঙ্কা করছেন কৃষক। বাজারে প্রতিদিনই কমছে আলুর দাম। স্থানীয়ভাবে আলু বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকা কেজি দরে। ফলে চাষিরা লোকসান কমাতে সরকারিভাবে আলু রপ্তানির উদ্যোগ নেওয়ার দাবি জানান।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, গত বছর আলুর দাম বেশি থাকার কারণে এবার জেলার কিশোরগঞ্জ উপজেলায় ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষ করেন কৃষকেরা। শুরুতে আলুর কেজি ৬০ থেকে ৭০ টাকা থাকলেও কয়েক দিনের মধ্যেই দাম কমতে শুরু করে।

বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রাম, পুটিমারী ইউনিয়নের কালিকাপুর, নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক জমি থেকে আলু উত্তোলন করে কেউ কেউ জমিতেই ফেলে রাখছেন। আবার কেউ কেউ আলু বস্তায় ভরে ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য।

বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের কৃষক ভুট্টু মিয়া বলেন, ‘আমি এবার ৯ বিঘা জমিতে আলু চাষ করেছি। প্রতি বিঘায় ৩০ থেকে ৩৫ বস্তা আলু হয়েছে। কিন্তু আলুর বাজারদর কম হওয়ার কারণে লোকসান গুনতে হচ্ছে।’

ভুট্টু মিয়া আরও বলেন, ‘৯ বিঘা জমিতে চাষ করতে খরচ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। ৯ বিঘা জমির আলু বিক্রি করে আমি টাকা পেয়েছি ১ লাখ ৮০ হাজার। আমার ৭০ হাজার টাকা লোকসান হয়েছে।’

পুটিমারী ইউনিয়নের কৃষক একরামুল মিয়া বলেন, ‘আমার ৫ বিঘা জমিতে ১৫০ বস্তা আলু হয়েছে। খুলনায় নিয়ে গিয়ে ৯-১০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আলু বিক্রি করে মোট দাম দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার টাকা। ট্রাকভাড়া ও অন্য খরচ বাদে পেয়েছি ৭৫ হাজার টাকা। এবার ধান বিক্রি করে আলু চাষ করে ফতুর হয়ে গেলাম।’

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, লোকসান হলেও এ কৃষকেরা আলু চাষে বিমুখ হবেন না। তবে যেহেতু উৎপাদন ভালো, দামটা একটু বেশি হলে লোকসান হতো না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত