Ajker Patrika

দেবে যাওয়া কালভার্টের ওপর দিয়েই চলছে যান

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৯
দেবে যাওয়া কালভার্টের  ওপর দিয়েই চলছে যান

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাটের দোগাছি সচিব মোড় এলাকায় একটি কালভার্ট দেবে গেছে। দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলছে ট্রাক, অটোরিকশাসহ শত যানবাহন। এলাকাবাসী দেবে যাওয়া কালভার্টটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুই মাস আগে একটি পাথরবোঝাই ট্রাক কালভার্টের ওপর ওঠার পরই সেটির মাঝখানে দেবে ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকে বালুবোঝাই ড্রামট্রাক ও ছোট ট্রাকগুলো অত্যন্ত ঝুঁকি নিয়েই চলাচল করছে।

সরেজমিনে দেখা যায় এমনই চিত্র। বর্তমানে এই কালভার্টের ওপর দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তারপরও বালুবাহী ড্রামট্রাক ও ছোট ট্রাক চলাচল করছে।

সিএনজিচালিত অটোরিকশার চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বালুবোঝাই ট্রাক চলাচল করার কারণে রাস্তার খুব খারাপ অবস্থা হয়েছে। তার মধ্যে এই কালভার্ট ভেঙে যাওয়ায় তাঁরা ঝুঁকির মধ্যে চলাচল করছেন। কালভার্টটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।

দোগাছি সচিব মোড় এলাকার বাসিন্দা নুর ইসলাম বলেন, প্রায় দুমাস আগে কালভার্টটি দেবে গেছে। এর মূল কারণ হিসেবে তিনি মনে করছেন মাটিবাহী ট্রাক চলাচলের কারণ। একদিকে যেমন মাটির ট্রাক যাওয়ার জন্য আশপাশে ধুলাবালি উড়ছে অন্যদিকে পরিবেশ নষ্ট হচ্ছে।

নুর ইসলাম আরও বলেন, সেতু দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছে ছোট-বড়সহ নানা যানবাহন। তাঁর দাবি বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আগেই যেন কালভার্টি মেরামত করে দেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘সেতু দেবে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে দেখব তাঁরা এ বিষয়ে অবগত রয়েছেন কি না। আর বিষয়টি সরেজমিন গিয়ে দেখব।’ সেতু সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ক্ষতিগ্রস্ত কালভার্টের বিষয়ে ইতিমধ্যে অবহিত হয়েছি। দ্রুত কালভার্টটির মেরামত কাজ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত