Ajker Patrika

মুলাদীতে লোহার কাঠামোর সেতুতে বাঁশ দিয়ে পারাপার

মুলাদী প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২২, ১১: ১৫
মুলাদীতে লোহার কাঠামোর সেতুতে বাঁশ দিয়ে পারাপার

মুলাদীতে পাটাতন ঢালাই ছাড়াই শুধু লোহার খুঁটি দিয়ে নির্মাণ করা হয়েছে একটি সেতু। স্থানীয় বাসিন্দারা সেতুর ওপর বাঁশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

জানা গেছে, চরকালেখান ইউনিয়নে জয়ন্তী নদীর উত্তরপাড়ে পশ্চিম চরভেদুরিয়া খালে ২০২০-২০২১ অর্থবছরে লোহার সেতু নির্মাণ শুরু হয়। সেতু নির্মাণকারীরা লোহার খুঁটি ও বিম নির্মাণ করেই চলে যান। অসমাপ্ত সেতুর কারণে নতুন করে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। ইতিমধ্যে সেতুর কয়েকটি খুঁটি হেলে পড়েছে। পরবর্তীতে স্থানীয়রা হেলে পরা খুঁটির সঙ্গে বাঁশ ও গাছ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

পশ্চিম ভেদুরিয়া গ্রামের বাসিন্দা ফালন মোল্লা জানান, চরকালেখান ও সফিপুর ইউনিয়নের সীমান্তবর্তী খালে সাঁকো দিয়ে চলাচল করতে হতো। ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য গুরুত্বের কথা বিবেচনা করে সেতু নির্মাণ শুরু করেন। কিন্তু সেতুতে ঢালাই না দিয়ে কাজ বন্ধ করে দেওয়ায় গ্রামবাসীর দুর্ভোগ শেষ হয়নি।

ছত্রিশ ভেদুরিয়া গ্রামের বাসিন্দা সুলতান চৌকিদার বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ সবার জন্য সেতুটি প্রয়োজন। সেতুতে ঢালাই না থাকায় অনেক কষ্ট করে পাড় হতে হচ্ছে। বাঁশের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে শিশু ও বয়স্করা দুর্ঘটনার শিকার হন।

চরকালেখান ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) বজলুর রহমান খান বলেন, স্থানীয় বাসিন্দাদের জন্য সেতুটি অনেক গুরুত্বপূর্ণ। এলজিএসপি মাধ্যমে সেতু নির্মাণকাজ শুরু হয়েছিল। সেতুটি নির্মাণের জন্য ৪ লাখ টাকার চাহিদা দিয়ে মাত্র ২ লাখ টাকা পাওয়া গিয়েছে। তাই সেতুর পাটাতন ঢালাই দেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী আশিস দাস বলেন, ইউপি চেয়ারম্যানদের চাহিদা অনুযায়ী সেতু নির্মাণের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব এলজিইডির। এলজিএসপির বরাদ্দকৃত টাকা ইউনিয়ন চেয়ারম্যান খরচ করেন। কোনো সেতুর অসমাপ্ত কাজের বিষয়ে এলজিএসপি ব্যবস্থা নিতে পারে।

চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরদার বলেন, ‘গুরুত্বপূর্ণ স্থানে পাটাতন ছাড়া সেতু নির্মাণের বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এলজিএলপির বরাদ্দ পেলে দ্রুত সেতুটির পাটাতন ঢালাইয়ের ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত