Ajker Patrika

হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবি

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ৪১
হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন নিহতদের পরিবার ও এলাকাবাসী। গত রোববার বিকেল ৫টা উপজেলার রাজনগর আন্দার মানিক বাজার এলাকায় মানববন্ধন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় করা হত্যা মামলার আসামি আবু আলেম মাদবর আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর পক্ষে হত্যা মামলার অন্য আসামিরা প্রচারে অংশ নিচ্ছেন। এমনকি মামলার অন্যতম আসামি রাজনগর ইউপির চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল) সুলতান মাহমুদ মাদবরের সমর্থকদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। আসামিদের জামিনের মেয়াদ পার হলেও তাঁরা এলাকায় অবাধে ঘুরছেন। এতে এলাকার মানুষ আতঙ্কিত। তাই আসামিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আবু আলেম মাদবর বলেন, ‘আমার নামে কোনো হত্যা মামলা নেই। তাঁরা মিথ্যা অভিযোগ করেছেন। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়া এই মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। আর কাউকেই আমি হুমকি বা ভয়ভীতি দেখাইনি।’

এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ মাদবর, সাবেক চেয়ারম্যান আলিউজ্জামান মীরমালত, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মীরমালত, ইকবাল হত্যা মামলার বাদী আমিন ফকির, আলমগীর হত্যা মামলার বাদী জাহাঙ্গীর মীরবহর, সাদেক আলী সরদার, জলিল শরীফ ও রাজনগর যুবলীগের সভাপতি আনোয়ার মীরমালত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত