Ajker Patrika

করোনার টিকা নিতে এসে হারালেন ভ্যান

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৭: ১০
করোনার টিকা নিতে এসে হারালেন ভ্যান

কোটচাঁদপুরে করোনার টিকা নিতে এসে জীবিকার একমাত্র অবলম্বন ভ্যান হারিয়েছেন চালক রেজাউল ইসলাম। তিনি উপজেলার কুশনা গ্রামের বাজার পাড়ার বাসিন্দা। এখন তিনি ভ্যান খুঁজে পেতে ঘুরছেন পথে পথে।

ভুক্তভোগী রেজাউলের স্ত্রী তাসলিমা খাতুন জানান, গত রোববার বেলা ১২ দিকে তাঁর স্বামী ভ্যান নিয়ে করোনার টিকা নিতে যান কোটচাঁদপুর হাসপাতালে। ভ্যানটি হাসপাতালের সামনে রেখে টিকা রেজিস্ট্রেশনের কাগজটি ফটোকপি করতে যান পাশের দোকানে। ফিরে এসে দেখেন ওই স্থানে ভ্যান আর নাই।

তাসলিমা আরও বলেন, ইঞ্জিনচালিত এই ভ্যানটি ছিল আমাদের জীবন-জীবিকা চলার একমাত্র অবলম্বন। ৪ সদস্যের সংসার আমাদের। যার মধ্যে রয়েছে ১ ছেলে আর ১ মেয়ে। ইতিমধ্যে মেয়েটিকে অনেক কষ্টে বিয়ে দিয়েছি। আর ছেলে ট্রাকের হেলপারি করে। আর আমার স্বামী ভ্যান চালিয়ে যা আয় হয় তাই দিয়ে চলে অভাবের সংসার।’

তাসলিমা আরও জানান, ভ্যান হারানোর পর তার স্বামী করোনার টিকা আর নেননি। এখন তাঁর স্বামী পাগলের মতন ভ্যান খুঁজে চলেছেন পথে পথে। এ ঘটনায় তাঁরা থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক সঞ্চিত জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত