পীরগাছা প্রতিনিধি
পীরগাছায় ঠিকাদারের কাজ করা এক ব্যবসায়ী এবং আওয়ামী লীগের এক নেতাকে মারধরের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীর বিরুদ্ধে গতকাল বুধবার থানায় মামলা হয়েছে।
ব্যবসায়ীর নাম হারুন অর রশিদ রাসেল। তিনি তাম্বুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রওশন জমির রবু সরদারের ছেলে। অন্যদিকে আওয়ামী লীগ নেতা শাহিন সরদার দলের তাম্বুলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক।
অভিযোগ রয়েছে, শাহিন ও তাঁর লোকজন রাসেলকে ব্যাপক মারধর ও কুপিয়ে জখম করেছেন। গত মঙ্গলবার ইফতারের আগ মুহূর্তে উপজেলার কামারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই হামলা চালানো হয়। এ সময় প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা।
রাসেলের ভাই রাশেদ বলেন, উপজেলার তিস্তার তীরে বেক্সিমকো পাওয়ার প্ল্যান্টের সাব-ঠিকাদার হিসেবে রাসেল কাজ করছেন। তিনি মঙ্গলবার বাড়িতে আসার পথে শাহিন ও তাঁর সঙ্গের ১০ থেকে ১২ ব্যক্তি রাসেলের পথরোধ করে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর কাছে থাকা টাকা ছিনিয়ে পালিয়ে যান হামলাকারীরা।
স্থানীয় লোকজন পরে রাসেলকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সাবেক চেয়ারম্যান রওশন বলেন, ‘আমার ছেলে সঙ্গে শাহিন সরদারের কোনো শত্রুতা নেই। কী কারণে এভাবে মারল জানি না। শাহিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাই প্রভাব খাঁটিয়ে এ ধরনের কাজ করেও আমাদের নামে মিথ্যা মামলা করেছেন।’
এদিকে, শাহিনের দাবি রাত ১টার দিকে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বজলুর রশিদ মুকুলের বাড়ির সামনের সড়কে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় গতকাল শাহিনের ভাই পীরগাছা থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে।
এ বিষয়ে শাহিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রাসেলকে মারধরের বিষয়টি এড়িয়ে যান এবং নিজের ওপর হামলার বিষয়টি জানান।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ‘আওয়ামী লীগ নেতা শাহিন সরদারের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। চেয়ারম্যানপুত্র রাসেলকে মারপিটের বিষয়ে কেউ আমাদের জানায়নি এবং কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
পীরগাছায় ঠিকাদারের কাজ করা এক ব্যবসায়ী এবং আওয়ামী লীগের এক নেতাকে মারধরের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীর বিরুদ্ধে গতকাল বুধবার থানায় মামলা হয়েছে।
ব্যবসায়ীর নাম হারুন অর রশিদ রাসেল। তিনি তাম্বুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রওশন জমির রবু সরদারের ছেলে। অন্যদিকে আওয়ামী লীগ নেতা শাহিন সরদার দলের তাম্বুলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক।
অভিযোগ রয়েছে, শাহিন ও তাঁর লোকজন রাসেলকে ব্যাপক মারধর ও কুপিয়ে জখম করেছেন। গত মঙ্গলবার ইফতারের আগ মুহূর্তে উপজেলার কামারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই হামলা চালানো হয়। এ সময় প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা।
রাসেলের ভাই রাশেদ বলেন, উপজেলার তিস্তার তীরে বেক্সিমকো পাওয়ার প্ল্যান্টের সাব-ঠিকাদার হিসেবে রাসেল কাজ করছেন। তিনি মঙ্গলবার বাড়িতে আসার পথে শাহিন ও তাঁর সঙ্গের ১০ থেকে ১২ ব্যক্তি রাসেলের পথরোধ করে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর কাছে থাকা টাকা ছিনিয়ে পালিয়ে যান হামলাকারীরা।
স্থানীয় লোকজন পরে রাসেলকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সাবেক চেয়ারম্যান রওশন বলেন, ‘আমার ছেলে সঙ্গে শাহিন সরদারের কোনো শত্রুতা নেই। কী কারণে এভাবে মারল জানি না। শাহিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাই প্রভাব খাঁটিয়ে এ ধরনের কাজ করেও আমাদের নামে মিথ্যা মামলা করেছেন।’
এদিকে, শাহিনের দাবি রাত ১টার দিকে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বজলুর রশিদ মুকুলের বাড়ির সামনের সড়কে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় গতকাল শাহিনের ভাই পীরগাছা থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে।
এ বিষয়ে শাহিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রাসেলকে মারধরের বিষয়টি এড়িয়ে যান এবং নিজের ওপর হামলার বিষয়টি জানান।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ‘আওয়ামী লীগ নেতা শাহিন সরদারের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। চেয়ারম্যানপুত্র রাসেলকে মারপিটের বিষয়ে কেউ আমাদের জানায়নি এবং কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫