Ajker Patrika

তিন দিনে তিনটি খড়ের পালায় আগুন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২: ৩৭
তিন দিনে তিনটি খড়ের পালায় আগুন

বগুড়ার আদমদীঘি উপজেলার কাশিমিলা গ্রামে পর পর তিন দিনে তিনটি খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার একই এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পর পর তিন দিন তিনটি খড়ের পালায় একই সময় রাত ৮টার দিকে আগুনের ঘটনা ঘটে। এতে কোনো রকমের হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ নিয়ে এলাকায়বাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কাশিমিলা গ্রামের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, আগুন লাগাটা কেউ ইচ্ছাকৃত ভাবে করতে পারে। আগুন লাগানোর সময় একজনকে দেখা গিয়েছিল কিন্তু অন্ধকারের জন্য তাকে চেনা যায়নি। এলাকাবাসী তাড়া করলেও সে পালিয়ে যায়।

আদমদীঘি থানার উপপরিদর্শক প্রদীপ কুমার বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায় নাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত