Ajker Patrika

জাবিতে ভর্তি ফরমের দাম কমানোর দাবি

জাবি প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ০৯: ২০
জাবিতে ভর্তি ফরমের দাম কমানোর দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তির আবেদন ফরমের দাম কমানোর দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। গতকাল বুধবার দুপুরে এই দাবিতে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছাত্ররা বলেন, আলু-পটোলের দামের মতো ভর্তি ফরমেরও দাম বাড়ানো শিক্ষকের আচরণ হতে পারে না। এটা বাণিজ্য; ভর্তি পরীক্ষা উপলক্ষে যে বাণিজ্য হয়, তাতে টাকার ভাগ-বাঁটোয়ারা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আবু সাইদ এ সময় বলেন, ‘শিক্ষার্থীর সুবিধা নিশ্চিত না করে ভর্তি-বাণিজ্যে সুবিধা অর্জন করাই এখন বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য। এখানে ইউনিট কমেছে, কিন্তু ফরমের দাম বেড়েছে। ভোগান্তি কমানোর জন্য পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষা নেবে প্রশাসন। অথচ ভর্তি ফরমের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে করে কীভাবে ভোগান্তি কমবে, আমাদের জানা নেই।’

ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান এ সময় বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন মুনাফা ছাড়া আর কিছুই বোঝে না। ভর্তি আবেদনের দাম বাড়িয়ে গরিব কৃষক ও নিম্নমধ্যবিত্ত পরিবারের বাচ্চাদের ঠকানো হচ্ছে। ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো না হলে আমরা ধর্মঘটের মতো কঠোর কর্মসূচিতে যাব।’

প্রসঙ্গত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গতকাল থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ১৬ জুন পর্যন্ত। তবে ইউনিট কমায় এ বছর বেড়েছে আবেদন ফি। এ, বি, সি ও ই ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ৪০০-৬০০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবার পালিয়েছেন বিএসবির বাশার

পাবনায় বজ্রপাতে ফেটে চিরে গেল মেহগনিগাছ

ঈদুল আজহার ছুটি ১০ দিন

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত