Ajker Patrika

ধান কাটা ও শুকানো নিয়ে বিপাকে কৃষক

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২২, ১৪: ৪৭
ধান কাটা ও শুকানো নিয়ে বিপাকে কৃষক

নীলফামারীর ডোমারে পাকা ধান কাটা-মাড়াই ও শুকানো নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। গত কয়েক দিন বৃষ্টি শেষে রোদ উঠলেই বাড়ির আঙিনা, খেলার মাঠ ও সড়কে ধান শুকাতে দেন কৃষক। বৃষ্টি শুরু হলে আবার ধান ঘরে তুলে রাখেন। এভাবেই বৃষ্টির সঙ্গে চোর-পুলিশ খেলছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান জানান, অধিকাংশ জমির ধান কাটতে পেরেছেন কৃষক। সামান্য কিছু জমির ধান এখনো কাটা সম্ভব হয়নি। তবে আজ-কালকের মধ্যে সব ধান কাটা শেষ হবে। এবারে বোরো ধানের ভালো ফলন হয়েছে। বৃষ্টির কারণে ধান কাটাই-মাড়াই ও শুকাতে কৃষকদের বেগ পোহাতে হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে এ অবস্থায় করণীয় বিষয়ক পরামর্শ দিচ্ছেন।

জানা গেছে, এবার বোরো মৌসুমে উপজেলায় ১৩ হাজার ২৩০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। ধান কাটার শ্রমিক-সংকটের কারণে এখনো অনেক কৃষক জমি থেকে ধান তুলতে পারেনি। ঝড় ও শিলাবৃষ্টিতে জমিতেই অনেক ধান নষ্ট হচ্ছে। অধিকাংশ কৃষক কোনো রকমে ধান কেটে তা মাড়াই করেছেন। তবে বৃষ্টির কারণে শুকাতে না পারায় ধান হতে গজ (চারা) বের হয়ে নষ্ট হওয়ার উপক্রম। এ সুযোগে ৬০০ থেকে সাড়ে ৬০০ টাকা নামমাত্র মূল্যে ধান কিনছেন মধ্যস্বত্বভোগীরা।

চিকনমাটি এলাকার কৃষক আবু বক্কর সিদ্দিক জানান, এবার পাঁচ বিঘা জমিতে ধান চাষ করেছি। কাটাই এবং মাড়াইও খুব কষ্টে করেছি। গত সাত দিন ঝড়-বৃষ্টি হওয়ায় ধান শুকাতে পারছি না। ভেজা ধানে গজ (চারা) বের হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে সব ধান নষ্ট হয়ে যাবে।’

সোনারায় ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার কৃষাণি ফাতেমা বেগম জানান, ‘এবার ধানের খুব ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি ২৫ হতে ২৭ মণ ধানের ফলন হয়েছে। ১০ বিঘা জমিতে ধান চাষ করেছি। সাত বিঘা জমির ধান কাটা-মাড়াই ও শুকাতে পেরেছি। বাকি তিন বিঘা জমির ধান নিয়ে মহাবিপদে আছি। গত ১০ দিন হতে ধান নিয়েই আছি। খাওয়া-দাওয়া ঘুম কিছুই নাই। শুধু অপেক্ষায় থাকি কখন রোদ উঠবে।’

বোড়াগাড়ি ইউনিয়নের কৃষক নুর ইসলাম আজকের পত্রিকাকে জানান, ‘অতিরিক্ত মজুরি দিয়েও শ্রমিক-সংকটে সব ধান এখনো কাটা-মাড়াই করতে পারিনি। রোদ উঠলেই ধান শুকাতে দিতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত