বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গৃহবধূ মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ এখনো অজানা। তাঁর মা হত্যার অভিযোগ দিলেও থানা নিয়েছে অপমৃত্যু মামলা। পরে তিনি আদালতে মামলা করেন। মামলা তুলে নিতে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে এ হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই পশ্চিমপাড়া গ্রামে মানববন্ধন করেন নানা শ্রেণি-পেশার মানুষ।
মরিয়ম খাতুন তামাই পশ্চিমপাড়া গ্রামের শামসুল হকের মেয়ে। তাঁর স্বামী আব্দুর রহমান। গত বছরের ১৭ অক্টোবর কোনো একসময় তাঁকে হত্যা করা হয়—এমন অভিযোগ তাঁর মায়ের। পরদিন তিনি হত্যার অভিযোগে মামলা করেন। এতে অভিযুক্তরা হলেন স্বামী আব্দুর রহমান, শাহিন বদ্দু, সাব্বির হোসেন, তানিয়া খাতুন, ইসমাইল হোসেন ও রাসেল।
মরিয়মের পারিবারিক সূত্রে জানা গেছে, একটি মহল ওই মামলা নিয়ে নানা ধরনের হুমকি দিচ্ছে। যার ফলে তাঁরা ন্যায়বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মরিয়মের মা সেলিনা বেগম বলেন, ‘আমার নাবালিকা মেয়ে মরিয়ম খাতুনকে নানাভাবে ফুসলিয়ে আব্দুর রহমান গত বছরের ১৯ মে সিরাজগঞ্জ নোটারি পাবলিকের কার্যালয়ে গোপনে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। বিয়ের প্রায় পাঁচ মাস ঘরসংসার করার পর পারিবারিক কলহ দেখা দেয়। আমরা গরিব হওয়ায় টাকার জন্য আইনের আশ্রয় নিতে পারি নাই। প্রায় পাঁচ মাস ঘরসংসার করার পর মেয়ে আমাদের জানায়, তার স্বামী বাড়িতে ঠিকমতো থাকে না। একই সঙ্গে বাড়ির অন্য লোকেরা তার (মরিয়মের) সঙ্গে ভালো ব্যবহার করে না। এদিকে মরিয়ম ওই পরিবারের কারও কারও অনৈতিক কার্যকলাপ দেখে প্রতিবাদ করলে হত্যার হুমকি দেয়। তাদের কার্যকলাপ বিষয়ে অনেকবার পারিবারিকভাবে সালিস হয়েছে, তবু সংশোধন হয়নি।’
সেলিনা বেগম আরও জানান, আব্দুর রহমান এসব বিষয়ে ক্ষিপ্ত হয়ে গত বছর ১৭ অক্টোবর রাতের কোনো একসময়ে মরিয়মকে হত্যা করে মেঝেতে ফেলে রাখেন। বাড়ির লোকজন তাঁর ঘরের মেঝেতে রক্ত লেগে থাকা স্থানগুলো পানি দিয়ে ধুয়ে আলামত নষ্ট করে। মরিয়মের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।
সেলিনা বেগম আরও বলেন, সেদিন বেলকুচি থানা-পুলিশ উপস্থিত থেকে সুরতহাল লিখে নেয়। এপরপর ১৮ অক্টোবর তিনি থানায় ছয়জনকে অভিযুক্ত করে মেয়ে হত্যার অভিযোগ করেন। মামলার এক মাস পরে জানতে পারেন হত্যা মামলা না নিয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তিনি বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি আদালতের নির্দেশে পিবিআইয়ের তদন্তাধীন আছে। তদন্ত চলছে, কিন্তু একটা বিশেষ মহল নানা রকম হুমকি দিচ্ছে পরিবারকে। যার ফলে তিনি ন্যায়বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান।
এদিকে গতকাল মানববন্ধনে তামাই পশ্চিমপাড়ার আব্দুল মমিন আজকের পত্রিকাকে বলেন, ‘মরিয়মকে পরিকল্পিতভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে একটা পক্ষ তৎপর হয়ে অপমৃত্যুর মামলা করার চেষ্টা করেছে। প্রতিনিয়ত হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে। প্রশাসন তথা সরকারের কাছে দাবি জানাই আসামিদের যেন ফাঁসির মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়।’
এ বিষয়ে জানতে অভিযুক্তদের একজন ইসমাইল হোসেনকে বারবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
এ বিষয়ে জানতে চাইলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশে যদি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়, সে বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গৃহবধূ মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ এখনো অজানা। তাঁর মা হত্যার অভিযোগ দিলেও থানা নিয়েছে অপমৃত্যু মামলা। পরে তিনি আদালতে মামলা করেন। মামলা তুলে নিতে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে এ হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই পশ্চিমপাড়া গ্রামে মানববন্ধন করেন নানা শ্রেণি-পেশার মানুষ।
মরিয়ম খাতুন তামাই পশ্চিমপাড়া গ্রামের শামসুল হকের মেয়ে। তাঁর স্বামী আব্দুর রহমান। গত বছরের ১৭ অক্টোবর কোনো একসময় তাঁকে হত্যা করা হয়—এমন অভিযোগ তাঁর মায়ের। পরদিন তিনি হত্যার অভিযোগে মামলা করেন। এতে অভিযুক্তরা হলেন স্বামী আব্দুর রহমান, শাহিন বদ্দু, সাব্বির হোসেন, তানিয়া খাতুন, ইসমাইল হোসেন ও রাসেল।
মরিয়মের পারিবারিক সূত্রে জানা গেছে, একটি মহল ওই মামলা নিয়ে নানা ধরনের হুমকি দিচ্ছে। যার ফলে তাঁরা ন্যায়বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মরিয়মের মা সেলিনা বেগম বলেন, ‘আমার নাবালিকা মেয়ে মরিয়ম খাতুনকে নানাভাবে ফুসলিয়ে আব্দুর রহমান গত বছরের ১৯ মে সিরাজগঞ্জ নোটারি পাবলিকের কার্যালয়ে গোপনে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। বিয়ের প্রায় পাঁচ মাস ঘরসংসার করার পর পারিবারিক কলহ দেখা দেয়। আমরা গরিব হওয়ায় টাকার জন্য আইনের আশ্রয় নিতে পারি নাই। প্রায় পাঁচ মাস ঘরসংসার করার পর মেয়ে আমাদের জানায়, তার স্বামী বাড়িতে ঠিকমতো থাকে না। একই সঙ্গে বাড়ির অন্য লোকেরা তার (মরিয়মের) সঙ্গে ভালো ব্যবহার করে না। এদিকে মরিয়ম ওই পরিবারের কারও কারও অনৈতিক কার্যকলাপ দেখে প্রতিবাদ করলে হত্যার হুমকি দেয়। তাদের কার্যকলাপ বিষয়ে অনেকবার পারিবারিকভাবে সালিস হয়েছে, তবু সংশোধন হয়নি।’
সেলিনা বেগম আরও জানান, আব্দুর রহমান এসব বিষয়ে ক্ষিপ্ত হয়ে গত বছর ১৭ অক্টোবর রাতের কোনো একসময়ে মরিয়মকে হত্যা করে মেঝেতে ফেলে রাখেন। বাড়ির লোকজন তাঁর ঘরের মেঝেতে রক্ত লেগে থাকা স্থানগুলো পানি দিয়ে ধুয়ে আলামত নষ্ট করে। মরিয়মের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।
সেলিনা বেগম আরও বলেন, সেদিন বেলকুচি থানা-পুলিশ উপস্থিত থেকে সুরতহাল লিখে নেয়। এপরপর ১৮ অক্টোবর তিনি থানায় ছয়জনকে অভিযুক্ত করে মেয়ে হত্যার অভিযোগ করেন। মামলার এক মাস পরে জানতে পারেন হত্যা মামলা না নিয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তিনি বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি আদালতের নির্দেশে পিবিআইয়ের তদন্তাধীন আছে। তদন্ত চলছে, কিন্তু একটা বিশেষ মহল নানা রকম হুমকি দিচ্ছে পরিবারকে। যার ফলে তিনি ন্যায়বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান।
এদিকে গতকাল মানববন্ধনে তামাই পশ্চিমপাড়ার আব্দুল মমিন আজকের পত্রিকাকে বলেন, ‘মরিয়মকে পরিকল্পিতভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে একটা পক্ষ তৎপর হয়ে অপমৃত্যুর মামলা করার চেষ্টা করেছে। প্রতিনিয়ত হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে। প্রশাসন তথা সরকারের কাছে দাবি জানাই আসামিদের যেন ফাঁসির মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়।’
এ বিষয়ে জানতে অভিযুক্তদের একজন ইসমাইল হোসেনকে বারবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
এ বিষয়ে জানতে চাইলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশে যদি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়, সে বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫