Ajker Patrika

গৃহবধূ ধর্ষণের শিকার গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬: ২৯
গৃহবধূ ধর্ষণের শিকার গ্রেপ্তার ১

নোয়াখালী সদর উপজেলায় এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে (৩৫) ঘরে ঢুকে ধর্ষণের ঘটনায় মো. দাউদ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার দুপুরে দাউদকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তিনি ভুক্তভোগীর করা মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি ও পশ্চিম মহতাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী গ্রামের বাড়িতে একা থাকেন। তাঁর স্বামী ঢাকায় বাবুর্চির কাজ করেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মো. দাউদসহ তিনজন কৌশলে তাঁর বসত-ঘরে ঢোকেন। পরে তাঁরা পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করেন। বিষয়টি প্রথমে স্থানীয় চর মটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাবুলকে জানান ওই নারী। পরে গত শুক্রবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে সুধারাম থানায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে দাউদকে গ্রেপ্তার করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, নারীর লিখিত অভিযোগ পাওয়ার পরই এজাহারভুক্ত আসামি দাউদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মামলার অপর তিন আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শনিবার দুপুরে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত