Ajker Patrika

ইউটিউব দেখে আদা চাষে ৬ গুণ লাভ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৪: ০২
ইউটিউব দেখে আদা চাষে ৬ গুণ লাভ

গ্রামের প্রাথমিক বিদ্য়ালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছেন। পরিবারে অভাব আর বাবার অসুস্থতার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। সংসারের হাল ধরতে গিয়ে জড়িয়ে পড়েন কৃষিকাজে। এরপর এই কৃষিই তাঁর সব ধ্যানজ্ঞান। কিন্তু কৃষকের মুখে কি আর হাসি থাকে।

নিজের হাসি তাই নিজেই বানিয়ে নিলেন জহুরুল ইসলাম বাদল। ইউটিউব দেখে আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা চাষ শুরু করেন তিনি। মাত্র ছয় কাঠা পরিত্যক্ত জমিতে ১ হাজার ৬০০ বস্তায় আদা রোপণ করেন। এসব গাছ থেকে প্রায় আড়াই লাখ টাকার আদা বিক্রি হবে বলে জানান তিনি। এতে খরচ বাদে ছয় গুণের বেশি লাভ হবে। আদার ব্যাপারী এখন তাহলে জাহাজের খবর নেবেন!

বাদলের বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের শিয়ালা গ্রামে। উপজেলায় এই প্রথম আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা চাষ শুরু করেছেন তিনি। বাদল জানান, গত চৈত্রের শেষের দিকে চারা রোপণ করেছেন। প্রায় ৩২ হাজার টাকা খরচ হয়েছে। চারা রোপণের ছয়-সাত মাসের মধ্যেই ফলন পাওয়া যায়। এতে ছয় কাঠা জমিতে প্রায় ৮০ মণ আদা পাওয়া যাবে।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এই পদ্ধতিতে সংসারের চাহিদা মেটাতে যে কেউ চাষ করতে পারেন। কৃষি অফিসের পক্ষ থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত