Ajker Patrika

দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৪

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৩: ০৮
দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৪

ঝিনাইদহে সদর উপজেলার হাটগোপালপুরে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র ও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নির্বাচনী কার্যালয় ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। গত মঙ্গলাবার রাতে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের হাটগোপালপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় ৩টি মোটরসাইকেল।

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নিজামুল গণি লিটু বলেন, মঙ্গলবার রাতে আমার সমর্থকেরা লৌহজঙ্গা গ্রামে ভোটের প্রচার করছিলেন। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিকাশ বিশ্বাসের সমর্থকেরা তাঁদের মারপিট করেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন।’

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিকাশ বিশ্বাস বলেন, মঙ্গলবার রাতে আমি নির্বাচনী কাজে অচিন্তনগর গ্রামে আলোচনায় ছিলাম। এমন সময় খবর পেলাম নৌকা প্রতীকের সমর্থকেরা আমার লোকজনের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। পরে তাঁরা নির্বাচনী কার্যালয় ও ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সোহেল রানা জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় রাতেই চারজনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত