Ajker Patrika

‘শাবাশ শাবাশ, ওই সোওয়ার’

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৫: ০৮
‘শাবাশ শাবাশ, ওই সোওয়ার’

‘শাবাশ শাবাশ, ওই সোওয়ার চাবুক লাগাও, চাবুক লাগাও।’ ‘আসিতেছে, আসিতেছে, মানুষ সাবধান ঘোড়া আসিতেছে।’ এসব কথা মাইকে ভেসে আসছে কান্দিগাঁও পশ্চিমের মাঠ থেকে। মাইকের আওয়াজ শুনে সেদিকে ছুটছেন নারী, পুরুষ, শিশুসহ হাজারো মানুষ।

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও গ্রামে দুদিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার শেষ দিন গতকাল ওই মাঠে ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল নামে। প্রতিযোগিতায় জেলার ১২ উপজেলার ৩৬টি ঘোড়া অংশ নেয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি হাজী নূর মিয়া বলেন, সিলেট জেলার ১২ উপজেলা থেকে ৩৬টি ঘোড়া অংশ নিয়েছে এই দৌড়ে। প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে দুদিন আগেই ঘোড়া নিয়ে আসেন মালিকেরা। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারী সব ঘোড়ার মালিককে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতা ঘিরে মাঠের পাশেই বসে মেলা। মেলায় বিভিন্ন খেলনা ও খাবারের দোকান বসে।

কান্দিগাঁও গ্রামের বাসিন্দা সুলতান মিয়া বলেন, ‘ঘোড়দৌড় তো এখন দেখাই যায় না। তাই যখন মাইকে আওয়াজ শুনেছি দৌড় দেখতে চলে আসছি। অনেক ভালো লাগছে ঘোড়দৌড় দেখে।’

গৃহবধূ ফাতেমা বেগম বলেন, ‘আমি ঘোড়দৌড়ের কথা শুনেছি কিন্তু কখনো দেখি নাই। তাই মাইকে ঘোড়ার দৌড়ের কথা শুনে চলে আসছি মাঠে। বাচ্চাদের নিয়ে আসছি দৌড় দেখাতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত