Ajker Patrika

সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা পুলিশ মোতায়েন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৭: ৩৩
সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা পুলিশ মোতায়েন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের দিনের পরিবেশ নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন প্রধান এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর সমর্থকেরা। আগামীকাল ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্প্রতি বিভক্ত হওয়া এ ইউনিয়নের তিনদিকে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা ও যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার জন্য তাঁদের এ আশঙ্কা বিরাজ করছে।

এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি–জেপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ ৬ জন প্রার্থী রয়েছেন। তবে এদের মধ্যে মাঠে রয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাওলাদার মো. মোয়াজ্জেম হোসেন ও জেপি মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী শাহীন হাওলাদার। এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কার কারণে তফসিল ঘোষণার পর থেকেই পত্তাশী বাজারে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বাইসাইকেল প্রতীকের প্রার্থী শাহীনের অভিযোগ, নৌকা প্রতীকের লোকজন তাঁর কর্মী–সমর্থকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।

অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী মোয়াজ্জেম হোসেন দাবি করেন, গত দুই নির্বাচনে ভোটারেরা তাঁকে বিপুল পরিমাণে ভোট দিয়ে বিজয়ী করেছে। নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে শাহীন তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন।

ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সচেষ্ট রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত