Ajker Patrika

প্রবাসীর স্ত্রীকে নির্যাতন ইউপি সদস্য গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৭: ১৯
প্রবাসীর স্ত্রীকে নির্যাতন ইউপি সদস্য গ্রেপ্তার

বাগেরহাটের মোল্লাহাটে অনৈতিক কার্যকলাপের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের মামলায় স্থানীয় ইউপি সদস্য কাউছার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে নির্যাতিত প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ইউপি সদস্য কাউছারসহ নয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান বলেন, নির্যাতিতা ওই নারী বাদী হয়ে ইউপি সদস্য কাউছার চৌধুরীসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি কাউছার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে পুলিশ আরও তদন্ত করবে। তদন্তে অন্য কারও অপরাধ পেলে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত মঙ্গলবার সকালে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনে ইউপি সদস্য কাউছার চৌধুরী ও স্থানীয় প্রভাবশালীরা এক প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে মারধর ও নির্যাতন করেন বলে অভিযোগ। ঘটনার পরে লোকলজ্জার ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন ওই নারী। গত বুধবার সন্ধ্যা নাগাদ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আলোচনার সৃষ্টি হয়।

এ ঘটনা জানার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মণ্ডল ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। তখন ওই নারীর সাক্ষাৎ পাননি ওই কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত