Ajker Patrika

লেপ-তোশকের দোকানে ভিড়

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৮: ০০
লেপ-তোশকের দোকানে ভিড়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শীতের আগমনী বার্তায় লেপ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগরেরা। শীত নিবারণের আগাম প্রস্তুতি হিসেবে লেপ-তোশক বানাতে ক্রেতারাও ভিড় করছেন সংশ্লিষ্ট দোকানে। অনেকেই আবার ব্যস্ত নিজের পুরোনো লেপ-তোশক মেরামতের কাজে।

স্থানীয় ব্যবসায়ী ও কারিগরেরা জানান, গত বছরের তুলনায় এবারের শীতে লেপ-তোশকের চাহিদা একটু বেশি দেখা যাচ্ছে। কিন্তু এই অঞ্চলে এখনো ধান কাটা পুরোপুরি শুরু হয়নি। তাই গ্রামাঞ্চল থেকে লেপ-তোশকের চাহিদা তেমন আসছে না। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বাড়তে পারে এমনটাই আশা করছেন ব্যবসায়ীরা।

প্রচলিত রীতি অনুযায়ী পৌষ ও মাঘ মাস শীতকাল। তবে বাংলাদেশে কার্তিক মাসের প্রথম দিকেই বৃষ্টি হওয়ার কারণেই শীতের আগমনী বার্তা শুরু হয়। তাই শীত মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে ব্যবসায়ীরা গ্রাহকের চাহিদা অনুযায়ী লেপ-তোশক তৈরি করে দোকানে মজুত করে রাখছেন।

উপজেলা ও পৌর শহরের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে শীতের আগাম প্রস্তুতির জন্য লেপ-তোশক বানাতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। কারিগরেরাও এসব তৈরিতে ব্যস্ত।

এ বছর একটি লেপ তৈরি করতে ৯০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। তোশক বানাতে খরচ পড়ছে ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা। এ ক্ষেত্রে একটি লেপ বা তোশক তৈরিতে একজন কারিগর ১৬০ টাকা করে মজুরি পান।

পৌর শহরের সোহেল কারিগর লিটন জানান, একটি লেপ বা তোশক তৈরিতে একজন কারিগরের সময় লাগে ১ ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে ৮ থেকে ১০টি লেপ বা তোশক তৈরির কাজ করে থাকেন।

পৌর শহরের ইমদাদ হোসেন জানান, শীত মৌসুমে তিন মাস কারিগররা যে হারে লেপ-তোশক তৈরির কাজ পান, বছরের বাকি সময় তাঁদের এই কাজ থাকে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত