Ajker Patrika

পৃথক সড়ক দুর্ঘটনায় চার জেলায় ঝরল ৭ জনের প্রাণ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৪ মে ২০২২, ১২: ৩৯
পৃথক সড়ক দুর্ঘটনায় চার জেলায় ঝরল ৭ জনের প্রাণ

রাজশাহীর গোদাগাড়ীতে, সিরাজগঞ্জে, জয়পুরহাটের পাঁচবিবিতে ও বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকচাপায় বাইক আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। সিরাজগঞ্জে অটোভ্যান খাদে পড়ে এক শিক্ষার্থী ও পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। জয়পুরহাটের পাঁচবিবিতে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন।

প্রতিনিধিদের পাঠানো খবর:

সিরাজগঞ্জ সদর উপজেলার শাহানগাছা ও মহিষামুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার শাহানগাছা এলাকায় ও সকাল ১০টার দিকে মহিষামুড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দির মহিষামুড়া গ্রামের নাঈম ইসলাম (১৮) ও নওদা ফুলকোচা গ্রামের মদন (৩০)। তাঁদের মধ্যে নাঈম ইসলাম স্থানীয় বাগবাতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করীম বলেন, সকালে ব্যাটারিচালিত অটোভ্যানে করে নাঈম ও শাহদাত হোসেন বাড়ি থেকে বাজারে আসছিলেন। পথে মহিষামুড়া বাজারসংলগ্ন সেতুর ওপর পৌঁছালে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নাঈম ইসলাম ঘটনাস্থলে নিহত হন।

অপর দিকে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, গতকাল সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ থেকে একটি পিকআপ ভ্যান কাজীপুরের দিকে যাচ্ছিল। ভ্যানটি সদর উপজেলার শাহানগাছা সেতুর ওপর পৌঁছালে একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মদন নামের যুবক মারা যান।

এদিকে জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় বাস-পিকআপভ্যানের সংঘর্ষে শরিফ হোসেন (সাগর) নামের পিকআপচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় জয়পুরহাট-হিলি পাকা রাস্তার বাগজানা জাকস ফাউন্ডেশন অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে।

ওই চালকের নাম শরিফ। তিনি নীলফামারীর সৈয়দপুরের নতুন বাবুপাড়া গ্রামের বাসিন্দা। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব ঘটনাটি নিশ্চিত করেন।

এদিকে রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের নিচে পড়ে বাইক আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার উদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই দুই তরুণ হলেন—রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার ইজাজ আহমেদ (২০) এবং একই এলাকার মো. জাহিদ (২০)।

এ ছাড়া বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে শেরপুর উপজেলার সীমাবাড়ী-রাণীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওই চালকেরা হলেন উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের মো. বেলাল হোসেন (৫২) ও ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ফজর বাসচালক আলী খাজা (৪২)। শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, লাশ তাঁদের স্বজনেরা নিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত