Ajker Patrika

ইজিবাইক ছিনতাই করতে চালক ইসলামকে খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি
ইজিবাইক ছিনতাই করতে চালক ইসলামকে খুন

ইজিবাইক ছিনতাই করার উদ্দেশ্যে সিরাজগঞ্জের তাড়াশে চালক ইসলাম সরকারকে (৩০) খুন করা হয়। এ হত্যা মামলায় গ্রেপ্তার তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। যাত্রী সেজে ইজিবাইক ছিনতাই করা তাঁদের পেশা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার রেজাউল করিম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া বাগলপুর গ্রামের ইছা সরকার (৩০), একই গ্রামের ইব্রাহীম হোসেন ওরফে টুটুল (৩০) ও ছুরুত আলী সরকার (৪০)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ইসলাম সরকার ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২৫ মে ভোরে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে বারুহাস বাজারে যান তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। পরদিন তাড়াশ উপজেলার বারুহাসগামী রাস্তার পশ্চিম পাশে আবুল ব্রিজ এলাকায় কাশবনের মধ্যে ইসলামের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ইসলামের চাচা আব্দুর রশিদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আদালতে মামলা করেন।

পুলিশ সুপার আরও জানান, মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি তদন্ত করার জন্য আদালত পিবিআইকে আদেশ দেন। পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিবিআই টিম ইছা সরকার ও টুটুলকে শনাক্ত করে। এদিকে চোরাই ইজিবাইক কেনাবেচার অভিযোগে ইছা সরকার, টুটুল ও আবুল কালাম আজাদকে টাঙ্গাইল জেলা ডিবি পুলিশ গ্রেপ্তার করে। খবর পেয়ে সিরাজগঞ্জ পিবিআই টিম সেখানে গিয়ে তাঁদের শনাক্ত করে। পরে ইসলামকে হত্যা মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা ইজিবাইক ছিনতাই করে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। তাঁদের চারজনের একটি চক্র রয়েছে।

পুলিশ সুপার বলেন, টুটুল ও সুফিয়া খাতুন ছবি পূর্বপরিকল্পনা অনুযায়ী ইজিবাইক ছিনতাই করতে গত ২৫ মে ঢাকা থেকে সিরাজগঞ্জ রোডে আসেন। অপর এক আসামিকে সঙ্গে নিয়ে তাড়াশ উপজেলার বারুহাস বাজারে যান। সেখানে ৩৫০ টাকায় ইসলামের ইজিবাইক ভাড়া নিয়ে তাড়াশের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন। রাত সাড়ে ৮টার দিকে ইসলামকে হাত-পা ও মুখ বেঁধে হত্যার পর লাশ ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান তাঁরা। পরে ইজিবাইকটি ইছা সরকারের ভাই ছুরুত আলীর কাছে বিক্রি করা হয়।

পরে পুলিশ ছুরুত আলীকেও গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর দক্ষিণপাড়া গ্রাম থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়। এদিকে অন্য একটি মামলায় সিরাজগঞ্জ পুলিশ সুফিয়া খাতুনকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত