Ajker Patrika

অনুসন্ধানী প্রতিবেদনে পুরস্কার পেলেন গণমাধ্যমের তিন কর্মী

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ১৫
অনুসন্ধানী প্রতিবেদনে পুরস্কার পেলেন গণমাধ্যমের তিন কর্মী

‘সেরা অনুসন্ধানী প্রতিবেদন-২০২১’ এর জন্য রংপুরের তিন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। আরডিআরএস বাংলাদেশ ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রথম পুরস্কার পেয়েছেন রংপুরের দৈনিক দাবানলের প্রধান প্রতিবেদক ও অনলাইন পত্রিকা ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক। জনস্বার্থবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া দৈনিক অধিকারের কুড়িগ্রাম প্রতিনিধি শেখ হুমায়ূন কবির সূর্য দ্বিতীয় এবং দৈনিক সমকালের লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন তৃতীয় পুরস্কার পেয়েছেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ. ডব্লিউ. এম রায়হান শাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের জাতীয় পরামর্শক তাওফিক আলী, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আলমগীর কবির, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্টের উজ্জীবক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, প্রজেক্ট ম্যানেজার দিলীপ কুমার সরকার, সুজন রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবর রহমান, জেলা সুজনের সম্পাদক আফতাব হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নেন। আট জেলা থেকে ৭২টি প্রতিবেদন জমা দেন অংশগ্রহণকারীরা। তাঁদের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত