Ajker Patrika

ইউপি সদস্যের বিরুদ্ধে কার্ড আটকে রাখার অভিযোগ

গৌরনদী প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১২: ৩৬
ইউপি সদস্যের বিরুদ্ধে কার্ড আটকে রাখার অভিযোগ

গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্যের বিরুদ্ধে ১০ টাকা কেজি চালের শতাধিক সুবিধাভোগীর কার্ড আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইউপি সদস্য মিজানুর রহমান বাদশার বিরুদ্ধে দরিদ্র সুবিধাভোগীরা গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

কার্ড ধারি কয়েকজন জানান, গত ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. ফারুক হোসেন সরদার ও মো. মিজানুর রহমান। নির্বাচনে মো. ফারুক হোসেন পরাজিত হন। তিনি মেম্বার থাকাকালীন প্রায় শতাধিক দরিদ্র ব্যক্তিকে ১০ টাকা চালের কার্ড দেন। নবনির্বাচিত মেম্বার মো. মিজানুর রহমান কার্ডগুলো আটকে দেয়।

মো. ফারুক হোসেন বলেন, ‘আমাকে হেয় প্রতিপন্ন করতে আমার সমর্থকদের কার্ড আটকে দিয়েছে।’

জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘অভিযোগের সত্যতা নেই। তবে কিছু কার্ড পরিবর্তন করে দেওয়ার জন্য রাখা হয়েছে।’

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশারকে তদন্তের দায়িত্ব দিয়েছি। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত