Ajker Patrika

পৌরসভার সড়কে খানাখন্দ বেড়েছে জনদুর্ভোগ

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৩: ৫৩
পৌরসভার সড়কে খানাখন্দ বেড়েছে জনদুর্ভোগ

চাঁদপুরের মতলব পৌরসভার ডাকঘর থেকে জোড়পুল রাস্তায় খানাখন্দের কারণে বেড়েছে জনদুর্ভোগ। প্রায় আড়াই কিলোমিটার রাস্তার মধ্যে ৫ বছর আগে এক কিলোমিটার রাস্তা পাকাকরণ হলেও বাকি রাস্তা আজও পাকা হয়নি। রাস্তার বিভিন্ন স্থানে ইটের খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা বলে জানা গেছে।

সরেজমিনে জানা গেছে, পৌরসভার ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের ডাকঘর-আশ্রম-জোড়পুল রাস্তাটি বেহাল। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। এ ছাড়া হাজারো মানুষ পায়ে হেঁটে যাতায়াত করেন। জনবহুল এ রাস্তাটি সংস্কারের অভাবে এলাকাবাসীসহ পথচারীরা দুর্ভোগে রয়েছেন। ডাকঘর থেকে আশ্রম পর্যন্ত প্রায় সোয়া কিলোমিটার এ রাস্তাটি।

পথচারী কবির হোসেন ও জামাল হোসেন বলেন, প্রতিদিন এ সড়কে তাঁদের চলাচল করতে হয়। সড়কটি ভাঙা থাকায় অটোরিকশায় যাতায়াত করলে কোমর ব্যথা হয়ে যায়। এ ছাড়া সড়কে ট্রাক্টর ও ভারী যানবাহন চলাচলের কারণে অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সরকার যেন শিগগিরই সড়কটি সংস্কারের ব্যবস্থা নেয় তাঁরা সে দাবি জানান।

সিএনজিচালিত অটোরিকশা চালক জালাল উদ্দিন বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করে। রাস্তাটি সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল বলেন, রাস্তাটি দুটি ওয়ার্ড নিয়ে গঠিত। ডাকঘর হতে জোড়পুল আশ্রম পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা, যার মধ্যে ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রায় সোয়া কিলোমিটার। বাকি রাস্তা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আশ্রম হতে মহসিন মৃধার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ করা হয়েছে। দুই ওয়ার্ড মিলে এক কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ আজও হয়নি। বর্তমানে রাস্তাটির অবস্থা খুবই নাজুক। তাই সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। আশাকরি এ বছরের মধ্যে বাকি এক কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণসহ পুরো রাস্তাটি সংস্কার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত