Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩: ৪৭
স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

নওগাঁর মান্দায় নৌকার প্রার্থী সামন্ত কুমার সরকারের বিরুদ্ধে প্রচারে বাধা, অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মৈনম ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলী রাজা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা বলেন, ‘নির্বাচনে নৌকার ভরাডুবি নিশ্চিত জেনে প্রার্থী সামন্ত কুমার সরকার আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছেন। ভোটারদের মধ্যে টাকা ও ছাতা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে আমার ভোটের মাঠ নষ্ট করার ষড়যন্ত্র করছেন নৌকার প্রার্থী।’

প্রার্থী রাজা আরও বলেন, ‘আমার বড় ছেলে আল মামুন রানা মিনিস্টার মাইওয়ান কোম্পানির সহকারী পরিচালক পদে আছেন। “প্রচেষ্টা” নামের একটি সামাজিক সংগঠনের মাধ্যমে ওই কোম্পানি থেকে প্রাপ্ত বিভিন্ন অনুদান এলাকার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে ভোটের তফসিল ঘোষণার অনেক আগে। অথচ সেই সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভোটযুদ্ধে আমাকে পরাজিত করার পাঁয়তারা করছেন নৌকার প্রার্থী।’

প্রচারে বাধা ও অপপ্রচারের অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী সামন্ত কুমার সরকার বলেন, ‘একটি ছাতা ও ৩০০ টাকায় ভোট কিনছেন স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলী রাজা। যার ভিডিও ফুটেজ ইউনিয়নবাসীর হাতে হাতে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত