Ajker Patrika

শব্দদূষণে অতিষ্ঠ মানুষ

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২২, ১১: ০৬
শব্দদূষণে অতিষ্ঠ মানুষ

বরগুনার তালতলী ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট আগামী ১৫ জুন। এই নির্বাচন সামনে রেখে প্রচারে মাঠে নেমেছেন প্রার্থীরা। তবে প্রার্থীদের মাইকিং প্রচারণায় শব্দদূষণে বিরক্ত হয়ে পড়েছেন ভোটাররা। এতে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরাও।

জানা গেছে, ২৭ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকে বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং ও সাউন্ড বক্সে চলে প্রচারণা। এ উপজেলার ৬টি ইউনিয়নে বর্তমানে নির্বাচনী প্রচারণায় শব্দদূষণ প্রকট আকার ধারণ করেছে। নির্বাচনী প্রচারণার জন্য প্রার্থীরা মাইকিং ও সাউন্ড বক্সে করে প্রার্থীদের মার্কা নিয়ে তৈরি করা গান উচ্চশব্দে বাজিয়ে প্রচারণা চালায়। স্কুল-কলেজ, হাসপাতাল, বাজার, মসজিদ-মন্দির, আবাসিক এলাকাসহ সবখানেই প্রার্থীদের পক্ষে মাইকিং ও সাউন্ড বক্স চলে। উচ্চ শব্দের গানবাজনায় অতিষ্ঠ ভোটাররা। এতে বেশি সমস্যায় পড়েছে রোগী, শিক্ষার্থী, শিশু ও বয়স্করা।

পঁচাকোড়ালিয়া বাজারের একাধিক ভোটার ও ব্যবসায়ীরা বলেন, বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত আজান ও নামাজ ছাড়া উচ্চ শব্দে নৌকা ও আনারসের প্রার্থীকে মুখোমুখি করে ৪টি সাউন্ড বক্স বাজানো হয়। এ কারণে বিরক্ত হয়ে মানুষ বাজারে কম আসছেন। আমরা কাউকে কিছু বলতে পারছি না। প্রশাসনের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া জন্য অনুরোধ করছি।

তালতলী প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে। নির্বাচনী প্রচারণা হবে। এটিই স্বাভাবিক নিয়ম। কিন্তু জনগণকে কষ্ট দিয়ে নির্বাচনী প্রচারণা চালানো মোটেও সমীচীন নয়। তাই নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের এই বিষয়ে সচেতন হতে হবে। নির্বাচনী প্রচারণার বিষয়টি কীভাবে পরিবেশবান্ধব করা যায়। সেই বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের সুদৃষ্টি দিতে হবে।

প্রার্থীরা বলেন, উচ্চ শব্দে সাউন্ড বক্স ও মাইকিং বাজানোর বিষয়ে অফিস পরিচালনাকারীদের বলে দেওয়া হয়েছে। এরপর থেকে কম শব্দে প্রচার চালাবে, যাতে কোনো ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিরক্ত না হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর বলেন, বিভিন্ন এলাকায় উচ্চ শব্দে সাউন্ড বক্স ও মাইক বাজানোর বিষয়ে সতর্ক করা হয়েছে। কোনো প্রার্থী তাঁর নির্বাচনী অফিসে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজাতে পারবে না। যদি কেউ বাজায়, তাহলে শব্দ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত