Ajker Patrika

ইবিতে ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৮: ৫৯
ইবিতে ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের শিক্ষার্থী ভর্তিপরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার ইউনিটগুলোর প্রথম মেধাতালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে ৪ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল এ তালিকা প্রকাশ করা হয়। প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। বিভাগসমূহে আসন খালি থাকা সাপেক্ষে ১৯ জানুয়ারি ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে ১৯ জানুয়ারি থেকে। ২৫ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

আরও জানা গেছে, দ্বিতীয় মেধা তালিকার শিক্ষার্থীদের ভর্তি শেষ হওয়ার পরও আসন খালি থাকলে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এ ছাড়া অটো মাইগ্রেশনের ফলে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে। বিশেষ কোটায় শিক্ষার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ আব্দুস সালাম বলেন, প্রথম মেধা তালিকায় ‘এ’ ইউনিটে ৯৭৫ জন শিক্ষার্থী এবং ‘বি’ ইউনিটে ৬৪৬ জন এবং ‘সি’ ইউনিটে ৪৪৩ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন শেষে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত