Ajker Patrika

দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫: ০১
দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুরু করেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদ (ইউপি)।

ইউপি চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী গত সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় মহামায়া ইউপির উত্তর যশপুর ওয়ার্ডের সদস্য মামুনুল হক পাটোয়ারী মামুন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘অসহায় ও দরিদ্র শীতার্তদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ইউনিয়নের মোট ২৫০ জন অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।’

তিনি জানান, শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, কম্বল পেয়ে দারুণ খুশি শীতার্ত মানুষেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত