Ajker Patrika

ইউপি সদস্য হতে চান তৃতীয় লিঙ্গের নদী

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৪: ৩৪
ইউপি সদস্য হতে চান তৃতীয় লিঙ্গের নদী

নাটোরের গুরুদাসপুরে ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রথমবারের মতো ভোটের লড়াইয়ে তৃতীয় লিঙ্গের নদী দেওয়ান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নিয়ে ইতিমধ্যে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। উপজেলার একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী হওয়ায় উপজেলা জুড়ে নদী দেওয়ানকে নিয়ে উৎসাহ ও কৌতূহল বাড়ছে মানুষের মধ্যে।

সংরক্ষিত নারী আসনের সদস্য পদপ্রার্থী নদী দেওয়ান বিয়াঘাট ইউপির ১ নম্বর ওয়ার্ডের কুমারখালী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. নাঈমুল ইসলাম।

নদী উপজেলার ২ নম্বর বিয়াঘাট ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী আসনের সদস্য পদপ্রার্থী হিসেবে কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ওয়ার্ডে সাতজন প্রার্থী তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের বিষয়ে নদী দেওয়ান বলেন, প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। প্রচারে ভোটারদের বেশ সাড়াও পাচ্ছেন। তৃতীয় লিঙ্গের হওয়া সত্ত্বেও তাঁর কোনো সমস্যা হচ্ছে না। সব শ্রেণি-পেশার মানুষ তাঁকে উৎসাহ-উদ্দীপনা দিচ্ছেন। সবার সহযোগিতায় তিনি নির্বাচনে এগিয়ে যেতে চান। এ ছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি তাঁকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। তাঁর নির্বাচনী এলাকার মানুষ তাঁর প্রতি সহানুভূতিশীল রয়েছেন। ভোটারদের যে আশ্বাস পাচ্ছেন, তাতে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফেরদৌস আলম আজকের পত্রিকাকে বলেন, এ উপজেলার একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী নদী দেওয়ান। সব প্রার্থীর মতো নদী দেওয়ানের দিকে খেয়াল রাখা হচ্ছে। তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে কেউ যেন তাঁকে সমস্যা সৃষ্টি করতে না পারে, সে জন্য তাঁকে যোগাযোগ করতে বলা হয়েছে। কোনো সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত