Ajker Patrika

প্রতিপক্ষের বাড়িতে দফায় দফায় হামলা, নগর থমথমে

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৫: ৪৮
প্রতিপক্ষের বাড়িতে দফায় দফায় হামলা, নগর থমথমে

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় নগরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউন্সিলর সোহেলের অনুসারীরা প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। এ সময় আশপাশের আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গত সোমবার রাতে এই ঘটনা ঘটে।

এদিকে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্ত শেষে সুজানগর এলাকায় নিজ বাড়িতে কাউন্সিলর সোহেল ও হরিপদ দাসের লাশ পাঠানো হয়। পরে গতকালই তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

ভাঙচুর-অগ্নিসংযোগ: কাউন্সিলর সোহেল নিহতের জেরে ১৬ নম্বর ওয়ার্ডের সুজানগর পূর্বপাড়ায় বউবাজার এলাকার বাসিন্দা মো. সুমন ও শাহালমের বাড়িতে গত সোমবার রাতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বউবাজার এলাকার কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তা ছাড়া ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেনের কার্যালয় ও বাড়িতে ভাঙচুর চালানো হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের জড়িত থাকার অভিযোগ করছেন নিহত কাউন্সিলর সোহেলের অনুসারীরা।

এ ছাড়া গতকাল মঙ্গলবার সকালে সোহেল হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে নবগ্রাম এলাকার সোহেল নামে আরও একজনের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সোহেলের স্বজনদের আহাজারিমহানগর আওয়ামী লীগের ১৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হানিফ মিয়া বলেন, ‘পাশের ১৬ নম্বর ওয়ার্ডের সুজানগর বউবাজার এলাকার সুমন ও শাহালমের নেতৃত্বে একটি দল কাউন্সিলর সোহেলকে গুলি করে। পরে আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক কাউন্সিলরকে মৃত ঘোষণা করেন।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, ‘এ ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’

অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম বলেন, বেলা ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্ত শেষে সুজানগর এলাকায় নিজ বাড়িতে পাঠানো হয়।

মায়ের পাশে দাফন: নিহত কাউন্সিলর সোহেলের জানাজা গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর পাথুরিয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পাথুরিয়াপাড়া কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

অপরদিকে নিহত কাউন্সিলরের সহযোগী হরিপদের মরদেহ বেলা ১১টায় টিক্কারচর শ্মশানে সৎকার করা হয়েছে।

দুপুরে নগরীর পাথুরিয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাউন্সিলর সোহেলের জানাজার আগে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, নিহতের ছেলে সৈয়দ মোহাম্মদ নাদিম প্রমুখ।

জানাজার আগে নিহত কাউন্সিলরের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় রাজনৈতিক নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত