Ajker Patrika

ইউপি চেয়ারম্যান দায়িত্ব বুঝিয়ে না দিয়ে লাপাত্তা

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৩: ১১
ইউপি চেয়ারম্যান দায়িত্ব বুঝিয়ে না দিয়ে লাপাত্তা

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে নবনির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে টালবাহানা করার অভিযোগ উঠেছে। এ ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন মোবাইল ফোন বন্ধ রেখে বর্তমানে লাপাত্তা আছেন বলেও জানা গেছে।

এদিকে দায়িত্ব বুঝে না দেওয়ায় গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্বরে অস্থায়ী কার্যালয়ে প্রথম কর্মদিবস পালন করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম। এ সময় পরিষদের সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। সকাল ৯টা থেকে তিনি ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আসা জনসাধারণদের নাগরিক সেবা প্রদান করেন।

এরপর বেলা ২টায় তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে পরিষদের বর্তমানের হাল অবস্থা সম্পর্কে অবহিত করেন। তা ছাড়া তিনি ইউনিয়ন পরিষদের জিনিসপত্র আনুষ্ঠানিকভাবে বুঝে না পাওয়া, পরিষদের সার্বিক পরিবেশ নোংরা অস্বাস্থ্যকর ও ব্যবহার অনুপযোগী বলে দাবি করেন। এ সময় তিনি অবস্থার উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে জানতে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত