Ajker Patrika

সৈয়দ আমীর আলী

সম্পাদকীয়
সৈয়দ আমীর আলী

ঊনবিংশ শতাব্দীতে ভারতীয় মুসলমানদের রাজনৈতিক জাগরণের উদ্যোক্তা ছিলেন সৈয়দ আমীর আলী। তিনি ছিলেন একাধারে শিক্ষক, ইতিহাস লেখক, সমাজসংস্কারক এবং কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি।

১৮৪৯ সালের ৬ এপ্রিল ভারতের উড়িষ্যা রাজ্যের কটকে জন্মগ্রহণ করেন সৈয়দ আমীর আলী। শৈশবে গৃহশিক্ষকের কাছে কোরআন, আরবি ও ফারসি শেখেন তিনি। পরে কলকাতা ও হুগলি মাদ্রাসায় লেখাপড়া করেন। ১৮৬৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৮৬৮ সালে ইতিহাসে এমএ পাস করেন। এলএলবি শেষ করে সরকারি বৃত্তি নিয়ে লন্ডনে পড়তে যান।

১৯৭৩ সালে ভারতে ফিরে আইন পেশা শুরু করেন কলকাতা হাইকোর্টে। পরের বছর প্রেসিডেন্সি কলেজে ইসলামি আইন বিভাগের প্রভাষক পদে যোগ দেন। ১৮৭৮ সালে তিনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হন। ১৮৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হন।

সৈয়দ আমীর আলী ১৮৭৭ সালে ‘সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন। তিনি মুসলিম নারীদের অধিকারের বিষয়ে সোচ্চার ছিলেন। একজন প্রগতিশীল মানুষ হিসেবে তিনি সব সময় ইসলামে নারীর মর্যাদা ও অধিকারের বিষয় নিয়ে বলতেন এবং লিখতেন।

তিনি ১৮৮৪ সালে লন্ডনের এক গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বী ইসাবেলা ইডা কনস্ট্যামকে বিয়ে করেন। তাঁর জীবনে ইসাবেলার প্রভাব ছিল সবচেয়ে বেশি।

সৈয়দ আমীর আলীর গ্রন্থের মধ্যে ‘দ্য স্পিরিট অব ইসলাম’ ও ‘আ শর্ট হিস্টোরি অব দ্য সারাসিনস’ বিখ্যাত। এই দুটি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। অন্য উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো—‘এথিক্স অব ইসলাম’, ‘ইসলাম’, ‘মোহামেডান ল’, ‘দ্য পার্সোনাল ল অব দ্য মোহামেডান’, ‘দ্য লিগ্যাল পজিশন অব উইমেন ইন ইসলাম’, ‘সিভিল প্রসিডিউর ইন ব্রিটিশ ইন্ডিয়া’, ‘আ কমেন্ট্রারি অন দ্য বেঙ্গল টেনান্সি অ্যাক্ট’ ও ‘দ্য ল অব এভিডেন্স অ্যাপলিকেবল অব ব্রিটিশ ইন্ডিয়া’ ইত্যাদি।

মুসলিম সমাজসংস্কারক এই মানুষটি ১৯২৮ সালের ৩ আগস্ট ৭৯ বছর বয়সে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত