Ajker Patrika

নেতা-কর্মীর ভারে ভেঙে পড়ল বিএনপির মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২: ১৮
নেতা-কর্মীর ভারে ভেঙে পড়ল বিএনপির মঞ্চ

শতাধিক নেতার ভার সইতে না পেরে চট্টগ্রামে ভেঙে পড়ে বিএনপি বিভাগীয় মহাসমাবেশের মঞ্চ। গতকাল সোমবার বেলা ৩টার দিকে নগরীর বাকলিয়ার কালামিয়া বাজারের কেবি কনভেনশন হলে এই ঘটনা ঘটে। এর ঘণ্টাখানেক আগে শুরু হয় সমাবেশ।

যে কোনো সমাবেশের মঞ্চে সাধারণত থাকেন প্রথম সারির নেতারা। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকালের এই সমাবেশের মঞ্চে ছিলেন শতাধিক নেতা-কর্মী। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি নগর, উত্তর, দক্ষিণ বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিপুল নেতা-কর্মীর ভারে মঞ্চের এক পাশ ভেঙে পড়েন। এ সময় বক্তব্য রাখছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ। ভাঙা মঞ্চেই তিনি বক্তব্য চালিয়ে যান। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঞ্চ ধসে যাওয়ার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর প্রমুখ। তবে এর প্রায় ২০ মিনিট পর অনুষ্ঠানস্থলে আসেন প্রধান অতিথি দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত