Ajker Patrika

বাস কেটে চালককে উদ্ধার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬: ০৪
বাস কেটে চালককে উদ্ধার

যশোরের মনিরামপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

গতকাল রোববার দুপুরে যশোর-চুকনগর সড়কের চালকিডাঙা নিমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় বাসের চালকসহ ৫-৭ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চালককে বাস কেটে উদ্ধার করা হয়েছে।

এ দিকে যশোর সদরে গত শনিবার বিকেল ও সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাঁদের একজন ইজিবাইক চালক এবং অন্যজন ভ্যানচালক।

মনিরামপুর: মনিরামপুরের দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের সামনের অংশ কেটে আটকে পড়া চালককে উদ্ধার করেন।

পরে চালক মিজানুর রহমানসহ সোমা বিশ্বাস নামে এক যাত্রীকে মনিরামপুর হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। গাছের সঙ্গে বাসের চাপ খাওয়ায় চালক মিজানুর রহমানের ডান পা ভেঙে গেছে বলে জানা গেছে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুর ইসলাম বলেন, ‘দুপুরে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০০৩৯) যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চালকিডাঙা বাজার পার হয়ে নিমতলা পৌঁছালে বাসের স্টিয়ারিংয়ের তার কেটে যায়। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে।’

এসআই শাহীন বলেন, ‘আহতদের মধ্যে গুরুতর এক নারীকে যশোরে নেওয়া হয়েছে। তাঁর নাম জানা যায়নি। আমরা আসার আগে বাকিদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছেন।’

স্থানীয়রা জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগে যাত্রীরা যে যার মতো বাস থেকে নেমে চলে গেছেন। আহত কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মনিরামপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার প্রণব কুমার বিশ্বাস বলেন, ‘আমরা বাসের সামনের অংশ কেটে চালকসহ একজনকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে এনেছি।’

মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন গুপ্তর বরাত দিয়ে ওয়ার্ড বয় আক্তার হোসেন বলেন, ‘বাসচালক জামলা গ্রামের মিজানুর রহমানের ডান পা ভেঙে গেছে।’

জরুরি বিভাগের চিকিৎসক সুমন গুপ্তর বরাত দিয়ে ওয়ার্ড বয় আক্তার হোসেন বলেন, ‘তাঁকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর যাত্রী পাইকগাছার সোমা বিশ্বাস চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।’

যশোর: যশোর সদরে পৃথক স্থানে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন সদর উপজেলার দিয়াপাড়া গ্রামের আবু বক্করের ছেলে শরিফুল ইসলাম (২৬) এবং কচুয়া ইউনিয়নের টেকেরহাট এলাকার বাসিন্দা মোহাম্মদ ফরিদ (৩৫)।

নিহত শরিফুল ইজিবাইক এবং ফরিদ ভ্যান চালক ছিলেন। গত শনিবার যশোর-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত শরিফুলের ভাই জামাল উদ্দিন জানান, শনিবার বিকেলে তাঁর ভাই ইজিবাইক চালিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অভয়নগরের চাঁদ ফিডের কাছে পৌঁছালে একটি ট্রাক এসে তাঁকে ধাক্কা দেয়। এতে শরিফুল ঘটনাস্থলেই মারা যান।

একই দিন সন্ধ্যায় যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া ঘুনি রাস্তার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ফরিদের মৃত্যু হয়।

ফরিদ তাঁর ভ্যানে যাত্রী নিয়ে বসুন্দিয়া যাওয়ার পথে ঘুনির মোড় আসলে ট্রাকের ধাক্কা লাগে। এতে ভ্যানে থাকা যাত্রীরা আহত হলেও গুরুতর আঘাত পাননি।

গতকাল রোববার যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত