Ajker Patrika

ট্রাকের ধাক্কা, উল্টে গেল বাস

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১২: ৩০
ট্রাকের ধাক্কা, উল্টে গেল বাস

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার লাউজানী লেভেল ক্রসিংয়ের দুর্ঘটনা যেন নিত্য ঘটনায় পরিণত হয়েছে।

বিশেষ করে স্থানটিতে রেলওয়ের বিভাজন নির্মাণের পর থেকে ত্রিমুখী সমস্যায় দুর্ঘটনার প্রবণতা বেড়েই চলেছে। গত বুধবার দিবাগত রাতেও দুর্ঘটনায় পড়ে একটি বাস।

দুর্ঘটনা কবলিত গ্রিন লাইনের বাসটি (ঢাকা মেট্রো-গ-১১-৩২০৬) মহাসড়ক দিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে লাউজানী লেভেল ক্রসিংয়ে পৌঁছালে প্রথম বিভাজন পার করে দ্বিতীয় বিভাজনের ওপর উঠে যায়।

এ সময় পেছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দিয়ে বাসটি মহাসড়কেই উল্টে যায়। তবে বাসটিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাসটির চালক বাচ্চু ব্যাপারী বলেন, ‘রেলক্রসিংয়ে অপরিকল্পিত ডিভাইডার দুটি নির্মাণ করায় মহাসড়কটি সরু হয়ে গেছে। এখানে সড়কটিতে আবার বাঁক রয়েছে। রাতে আমি ধীরে ধীরে ডিভাইডার পার হচ্ছিলাম। কিন্তু পেছন থেকে হঠাৎ ট্রাকের ধাক্কায় বাসটি ডিভাইডারের উঠে উল্টে যায়।’

ঝিকরগাছা স্বেচ্ছাসেবী সংগঠন সেবার সভাপতি আশরাফুজ্জামান বাবু বলেন, ‘রেলক্রসিংয়ে বিভাজন দেওয়ার কারণে প্রতিনিয়ত এ সড়কে দুর্ঘটনা ঘটছে। দ্রুত এর অপসারণ অথবা সড়ক অনুযায়ী পরিকল্পিতভাবে বিভাজনটি দেওয়ার দাবি জানাই।’

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম বলেন, ‘বিভাজনটি দেওয়ার কারণে এখানে ত্রিমুখী সমস্যার সৃষ্টি হয়েছে।’

ওসি মঞ্জুর আলম বলেন, ‘সর্বশেষ বুধবার গভীর রাতের এ ঘটনা শুনেই ঘটনাস্থলে যাই। বাসটিতে যাত্রী না থাকায় প্রাণহানীর ঘটনা ঘটেনি। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বছর দেড়েক আগে মহাসড়কের ঝিকরগাছার লাউজানী রেল ক্রসিং এর দুই পাশে রেলওয়ে রাস্তার মাঝে বিভাজন নির্মাণ করে।

এতে রাস্তা যেমন একদিকে সরু হয়ে গেছে, অপরদিকে রয়েছে রেললাইন। তা ছাড়া সড়কটিতে ওইখানে বাঁক থাকায় যান চলাচলে ঝুঁকি বেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত