Ajker Patrika

১০ ও ১২ নভেম্বর বিক্ষোভ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫: ২১
১০ ও ১২ নভেম্বর  বিক্ষোভ করবে বিএনপি

জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১০ নভেম্বর রাজধানী ছাড়া সারা দেশের মহানগরগুলোয় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। ১২ নভেম্বর জেলা শহরগুলোয় বিক্ষোভ-সমাবেশ করার ঘোষণাও দিয়েছে দলটি।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন। জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি (উত্তর ও দক্ষিণ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মসূচি ঘোষণার আগে বর্তমান সরকারকে ‘পকেটমার’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই পকেটমার সরকার পরপর দুবার জনগণের পকেট মারল। একবার পকেট কেটেছে ডিজেল, এলপিজির দাম বাড়িয়ে দিয়ে। দ্বিতীয়বার পকেট কাটল বাসভাড়া বাড়িয়ে দিয়ে। এটা পাতানো খেলা।’

তিনি বলেন, এই সরকারের চরিত্রই হচ্ছে লুট করা। তারা একদিকে অর্থনীতি লুট করছে, জনগণের পকেট কাটছে। আর নিজেদের পকেট ভারী করছে। তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আওয়ামী লীগের সরকার জনগণের কল্যাণের কথা চিন্তা করে না।

বিএনপির মহাসচিব বলেন, ‘মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। প্রতিদিন দেশে দরিদ্রের সংখ্যা বাড়ছে। কিন্তু সেদিকে সরকারের খেয়াল নেই। তারা ১০ টাকায় চাল খাওয়াতে চেয়েছিল। এখন চালের কেজি ৬০ টাকা। তাদের কিছু বললেই বলে, তারা নাকি উন্নয়ন দিচ্ছে। এমন উন্নয়ন দিচ্ছে, যা আমরা দেখতে পাই না। শুধু পিলার দেখি, উড়ালসড়ক দেখি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত