Ajker Patrika

আগুনে পুড়ল ৩ ঘর, ২ ছাগল

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২: ৫৯
আগুনে পুড়ল ৩ ঘর, ২ ছাগল

পীরগাছায় আগুন লেগে এক কৃষকের তিনটি ঘর পুড়ে গেছে। এতে দুটি ছাগল মারা যাওয়ার পাশাপাশি নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে।

উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালিগঞ্জ কামদেব গ্রামে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম ওলিউর রহমান।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওলিউরের গোয়ালঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা বসতঘরসহ দুটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওলিউর বলেন, ‘আগুনে তিনটি ঘর, দুটি ছাগল, আসবাবপত্র ও নগদ ৪ হাজার টাকা পুড়ে যায়। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আইয়ুব আলী বলেন, ‘খবর পাওয়া মাত্র আমরা গিয়ে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত