Ajker Patrika

প্রভাবশালীদের অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রভাবশালীদের অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন

গাজীপুরের কালীগঞ্জে সরকারি জমিতে প্রভাবশালীদের নির্মিত ঘর গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে খেয়াঘাট-ভাদাত্তীর সড়কে এই অভিযান চালানো হয়।

অভিযানে পৌরসভার দড়িসোম গ্রামে কালীগঞ্জ পুরোনো সরকারি হাসপাতাল-সংলগ্ন অন্তত ১ একর খাসজমি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছ, পৌরসভার দড়িসোম গ্রামে কালীগঞ্জ পুরোনো সরকারি হাসপাতাল-সংলগ্ন এলাকায় সরকারি জমি দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করে ছিলেন স্থানীয় প্রভাবশালীরা। লোকমুখে এ খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে পৌঁছে। পরে ইউএনও মো. আসসাদিকজামানের নেতৃত্বে অভিযানে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খাসজমি উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া বলেন, শীতলক্ষ্যা নদীর কূলঘেঁষে সরকারি জমিতে ইট-সিমেন্ট দিয়ে ঘর নির্মাণ করছিল স্থানীয় প্রভাবশালী একটি মহল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ইউএনওর নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে অবৈধভাবে নির্মাণ করা সেই ঘর গুঁড়িয়ে দেওয়া হয়।

ইউএনও মো. আসসাদিকজামান বলেন, ‘যখনই আমরা সরকারি জমি দখলের খবর পাব, সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ দখল উচ্ছেদে প্রয়োজনে এর চেয়েও কঠোর হবে প্রশাসন।’ অভিযানে কী পরিমাণ জমি উদ্ধার হয়েছে, তা ভূমি অফিসের লোক দিয়ে নির্ধারণ করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন পৌর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপসহকারী কর্মকর্তা কাউছার মোল্লা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জুলাই যোদ্ধাদের’ দাবি মেনে সনদের অঙ্গীকারনামায় জরুরি সংশোধন আনল কমিশন

অঙ্গীকারনামায় সংশোধনীর পরও বিক্ষোভ, মানিক মিয়া অ্যাভিনিউ রণক্ষেত্র

দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

জুলাই জাতীয় সনদের ৫ নম্বর দফা সংশোধনের যে প্রস্তাব দিলেন সালাহউদ্দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ