Ajker Patrika

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষায় স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি বেশি

মুসাররাত আবির
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৮: ৪৩
দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষায় স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি বেশি

দক্ষিণ কোরিয়ার উচ্চশিক্ষা নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ দিন দিন বাড়ছে। বেশির ভাগ আন্তর্জাতিক শিক্ষার্থী স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য দক্ষিণ কোরিয়া পছন্দ করেন। কারণ স্নাতকোত্তর পর্যায়ে দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলো উল্লেখযোগ্যসংখ্যক বৃত্তি দিয়ে থাকে। এ ছাড়া এখানে ভর্তির প্রক্রিয়া সহজ, প্রফেসরস স্কলারশিপ, ইউনিভার্সিটি ফান্ডেড বৃত্তি এবং সিলেকশন প্রক্রিয়াও বেশ সহজ।

দক্ষিণ কোরিয়ায় পড়াশোনা আপনার জন্য নতুন কর্মসংস্থানের পথ আরও বিস্তৃত করবে। এই বৃত্তিগুলো অধ্যাপক বা দক্ষিণ কোরিয়ার সরকার দ্বারা অর্থায়ন করা হয়। শিক্ষার মানের দিক থেকে দক্ষিণ কোরিয়া অনেক এগিয়ে। সেরা শিক্ষাব্যবস্থার র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে দক্ষিণ কোরিয়ার অবস্থান। এখানকার বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় জোর দেয় বেশি। দক্ষিণ কোরিয়া সরকারের পরিকল্পনা হলো ২০২৩ সালের মধ্যে ২ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থীকে কোরিয়ার উচ্চশিক্ষার সুযোগ প্রদান করা।

কোরিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে ফল ও স্প্রিং এই দুই সেমিস্টারে বিদেশি শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার কেডিআই স্কুল অব পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তরে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

কেডিআই স্কুল অব পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট দক্ষিণ কোরিয়ার সেজাং রাজ্যে অবস্থিত একটি প্রতিষ্ঠান। এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। আর কেডিআইএস স্কলারশিপ হলো স্নাতকোত্তরের জন্য সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ প্রোগ্রাম। শিক্ষার্থীরা পাবলিক পলিসি, ডেভেলপমেন্ট পলিসি এবং পাবলিক ম্যানেজমেন্ট সম্পর্কিত বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করতে পারবেন। মোট ৪টি সেমিস্টার বা ২ বছরের জন্য এই স্কলারশিপ প্রদান করা হবে।

সুযোগ-সুবিধা

  • টিউশন ফি মওকুফ করা হবে।
  • মাসিক উপবৃত্তি প্রদান করা হবে।
  • বিমান খরচ।

আবেদনের যোগ্যতা

  • যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী।
  • ন্যূনতম ৩ বছরের স্নাতক ডিগ্রি।
  • ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি)।
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • সার্টিফিকেট।
  • ইংরেজি দক্ষতা সনদ।
  • পাসপোর্টের কপি।

ওয়েবসাইট: (https://www.kdischool.ac.kr)

আবেদন শুরু: ১ এপ্রিল, ২০২২

আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল, ২০২২

বৃত্তি সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তোর সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে’—হুমকির ৩ দিন পরেই বাবলাকে হত্যা

‘চিটাংঅর মইদ্যে সরোয়াইজ্জা মরিব’— ফোনে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের চেলা রায়হানের হুমকি

সরকারি ছুটি ২৮ দিন, ১১ দিনই শুক্র-শনিবার

বিএনপি মহাসচিবকে ফোন করে বলেছিলাম, আমরা একটু আলোচনায় বসি: জামায়াত নেতা তাহের

জাহানারার যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি

এলাকার খবর
Loading...