Ajker Patrika

মেঘনায় ২৪০০ কেজি জাটকা জব্দ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৬: ০৯
মেঘনায় ২৪০০ কেজি জাটকা জব্দ

চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুরে ২ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে বাংলাদেশ কোস্টগার্ড মেঘনায় বিশেষ অভিযান চালিয়ে এসব জব্দ করে।

মোহনপুর কোস্টগার্ড ইউনিটের সিনিয়র চিফ প্যাডি অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর ইউনিট অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নয়াকান্দি বকুলতলা এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। এ মাছের বাজার দর ৭ লাখ ২০ হাজার টাকা।

পরে মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ ও সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামানের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয়।

মো. শাহাদাত হোসেন আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাগুলোতে মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন প্রতিরোধ, আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ বলেন, কোস্টগার্ডের সহযোগিতায় ২ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জব্দ জাটকা এতিমখানা, দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত