Ajker Patrika

অনুপস্থিত চিকিৎসক, ভোগান্তি

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৫: ৫৮
অনুপস্থিত চিকিৎসক, ভোগান্তি

যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন চিকিৎসক নিয়োগ থাকলেও গতকাল সোমবার বেলা পৌনে ১২টায় দেখা মিলেছে মাত্র চারজনের।

ফলে দূর-দূরান্ত থেকে বহির্বিভাগে চিকিৎসা নিতে এসে রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গতকাল সোমবার বেলা পৌনে ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন রোগীরা। ভেতরে চিকিৎসকদের কক্ষ খালি পড়ে আছে। এ সময় কোনো কোনো চিকিৎসকের কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। হাসপাতালে ১৫ জন চিকিৎসকের নিয়োগ থাকলেও এ দিন বহির্বিভাগে চারজনকে চিকিৎসা দিতে দেখা গেছে।

হাসপাতাল প্রধানের দাবি, প্রশিক্ষণ ও ছুটির কারণে চারজন চিকিৎসক বাইরে থাকায় রোগীদের একটু চিকিৎসা নিতে সমস্যা হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, বহির্বিভাগে এক নম্বর কক্ষে রোগী দেখছেন ডা. হোসেন আলী। দুই নম্বর কক্ষে আছেন ডা. হাসানুজ্জামান। এ দুই চিকিৎসকের কক্ষের বাইরে রোগীদের দীর্ঘ লাইন রয়েছে। তিন নম্বর কক্ষে দন্ত বিভাগ হলেও এ সময় ভেতরে কাউকে পাওয়া যায়নি। চার নম্বর কক্ষের বাইরে ডা. জিসান হোসেন ও মিজানুর রহমানের সাইনবোর্ড ঝুলছে। এ কক্ষের দরজা খোলা থাকলেও ভেতরে কেউ নেই।

৬ নম্বর কক্ষের বাইরে ডা. ফারুক আজমের সাইনবোর্ড থাকলেও তাঁর কক্ষে তালা ঝুলছে।

১০ নম্বর কক্ষে শিশু ওয়ার্ডের বাইরে আলমগীর কবির শিমুল ও উলফাত আরার সাইনবোর্ড থাকলেও কক্ষে তাঁদের পাওয়া যায়নি। নিজের কক্ষ ছেড়ে চিকিৎসক জিসান এ কক্ষে রোগী দেখছেন।

১১ নম্বর কক্ষে ডা. নাজনিন নাহার ও ডা. শারমিন আক্তার রোগী দেখার কথা থাকলেও ভেতরে নাজনিন নাহারকে পাওয়া গেছে। ১৩ নম্বর কক্ষের বাইরে ডা. জসিম ও ডা. আল মামুন জুয়েলের সাইনবোর্ড থাকলেও তাঁদের কক্ষে তালা ঝুলছে। তবে নিজের কক্ষে পাওয়া না গেলেও উৎফাত আরাকে জরুরি বিভাগে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এ সময় কথা হয় গোয়ালদহ গ্রামের রিজিয়া বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘কাশির সমস্যা নিয়ে ডাক্তার দেখাতে আইছি। এখন দেখছি ডাক্তারের ঘরের সামনে তালা মারা।’

এ দিকে মনিরামপুর হাসপাতালের তিন নম্বর কক্ষটি ডেন্টাল ইউনিট হিসেবে ব্যবহৃত হলেও এ হাসপাতালে ডেন্টাল সার্জন নেই দীর্ঘদিন। এখানে সহকারী আব্দুর রউফ রোগী দেখেন।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. অনুপ কুমার বসু বলেন, ‘দুজন চিকিৎসক প্রশিক্ষণে ঢাকায় গেছেন। দুজন ছুটিতে আছেন। ডা. আলমগীর কবির শিমুলের ডে অফ। আর ডাক্তার ফারুক আজম রাতে আসবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত