Ajker Patrika

হুইলচেয়ারে বসে ভর্তি পরীক্ষা দিলেন পুষ্পিতা

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২২, ১৩: ৩০
হুইলচেয়ারে বসে ভর্তি পরীক্ষা দিলেন পুষ্পিতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে হুইলচেয়ারে বসে পরীক্ষা দিলেন টাঙ্গাইলের পুষ্পিতা চৌধুরী নামে একজন প্রতিবন্ধী শিক্ষার্থী। বাকৃবি কেন্দ্রে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। গত শনিবার বাকৃবির বিভিন্ন অনুষদের ভবনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টায় বাকৃবির বিভিন্ন অনুষদের কক্ষে অনুষ্ঠিত মোট ৪১২১ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮১০ জন শিক্ষার্থী। কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৯২ দশমিক ৪৫ শতাংশ।

পরীক্ষার সময় হল পরিদর্শন করেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাসহ ঢাবির প্রতিনিধি দল।

পুষ্পিতা টাঙ্গাইলের সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা কলেজে মানবিক বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এর আগে মাধ্যমিক পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছেন। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে পুষ্পিতা আরও অনেক দূর এগিয়ে যেতে চান। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করার সুযোগ পাবেন এই স্বপ্ন দেখছেন তাঁর বাবা তুষার কান্তি চৌধুরী।

হল পরিদর্শন শেষে পরীক্ষার সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত