Ajker Patrika

মাদক, নারী ও শিশু নির্যাতনবিরোধী সভা

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৫: ০৪
মাদক, নারী ও শিশু নির্যাতনবিরোধী সভা

বুড়িচংয়ে মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িচং উপজেলার কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি ডিগ্রি কলেজের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

এ সময় ওসি সবাইকে যেকোনো অপরাধের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। আর পুলিশের সেবা নিতে ৯৯৯ ও থানার মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলেন।

ওসি আলমগীর হোসেন আরও বলেন, ‘সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ। এ ছাড়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।’

ওসি বলেন, ‘স্কুল-কলেজের আসা যাওয়ার পথে যদি কোনো বখাটে ছেলে-মেয়েরা প্রেমের প্রস্তাব দেয়, সেই প্রস্তাব গ্রহণ করব না। এ বয়সে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে সময় নষ্ট না করাই ভালো। শিক্ষকদের দিকনির্দেশনা, বড়দের সম্মান এবং পিতা-মাতার কথামতে চললে তোমাদের লক্ষ্যে ও স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে।’

সভায় প্রভাষক মো. মাহবুব আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ মো. জামাল হোসেন, বীর প্রতীক আব্দুল ওহাব সুবেদার, উপপরিদর্শক বিনোদ দস্তগীর প্রমুখ

সভার বক্তারা বলেন, সরকার নারী নির্যাতন, ধর্ষণ, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, জঙ্গি ও সন্ত্রাস দমনে কোনো ছাড় দেবে না। অপরাধীরা যে দলেরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত