Ajker Patrika

কুমারখালীতে স্বাস্থ্যবিধি মানাতে অভিযান

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৩: ৩৮
কুমারখালীতে স্বাস্থ্যবিধি মানাতে অভিযান

কুষ্টিয়ার কুমারখালীতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আরও ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিকে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মানছেন না অধিকাংশ মানুষ। সাধারণ মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলাচলে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আকুল উদ্দিন জানান, নতুন শনাক্ত ১৯ জন নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৫৪ জনে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৯ জন। আইসোলেশনে রয়েছেন ৯৫ জন।

গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি বাজারের সবজির দোকান, হোটেল ও চায়ের দোকানে মানুষের ভিড়। জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই নেই। অধিকাংশ মানুষের মুখেই মাস্ক নেই।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে পৌর কাঁচাবাজার, গণমোড়, থানা মোড়, স্টেশনবাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাস্ক না থাকার অপরাধে এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অন্যদের সচেতন করে মাস্ক দান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও বিতান কুমার মণ্ডল বলেন, ‘সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে প্রতিদিনই অভিযান চালাচ্ছি। গতকাল অভিযানকালে মাস্ক না থাকার অপরাধে একজনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও জানান, সচেতনতা বাড়াতে মাইকিং করা হচ্ছে। এরপরও যদি কেউ স্বাস্থ্যবিধি না মানেন তাহলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত