Ajker Patrika

২৪ আ.লীগ নেতাকে বহিষ্কার

হরিরামপুর ও দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ১৩
২৪ আ.লীগ নেতাকে বহিষ্কার

মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২৪ জনকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁদের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। গত রোববার রাতে বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করা হয়।

হরিরামপুর: হরিরামপুরে বহিষ্কারকৃতরা হলেন গালা ইউনিয়নে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য মো. মিঠু মোল্লা, চালা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য শামসুল আলম বিশ্বাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. সেলিম মোল্লা, বলড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শেখ মো. আইয়ুব আলী, হারুকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান চুন্নু।

বহিষ্কৃত অন্যরা হলেন রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. কামাল হোসেন, গোপীনাথপুরে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মিলন বিশ্বাস, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল শফি, সহসভাপতি আফজাল হোসেন ভোলা ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন, সুতালড়ী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সিকান্দার বিশ্বাস ও আজিমনগর ইউনিয়ন যুবলীগের সদস্য আরব আলী।

দৌলতপুর: দৌলতপুরে বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মজিদ, ধামস্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. তারেক হাসান, জেলা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. জুয়েল রানা, বর্তমান চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক।

বহিষ্কৃত অন্যরা হলেন জিয়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আতোয়ার হোসেন, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. তোফাজ্জল হোসেন, চরকাটারী ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মো. মহসিন আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আইয়ুব আলী মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বারেক মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মো. ইকবাল হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত