Ajker Patrika

রাজবাড়ীতে হাফ পাসের দাবিতে বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৮
রাজবাড়ীতে হাফ পাসের দাবিতে  বিক্ষোভ

রাজবাড়ীতে নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ শেষে শহরের পান্না চত্বরে অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীরা হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিতে থাকে। তারা বলে, কেন শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে শিক্ষার্থীদের হাফ পাশ থাকবে? হাফ পাশ ঢাকার বাইরের শিক্ষার্থীদেরও দিতে হবে। ২০১৮ সালে তারা যে আন্দোলন করেছিল সেটা এখনো শুধু আশ্বাসেই রয়ে গেছে। তারা আর কোনো আশ্বাস চায় না। ৯ দফা দাবির বাস্তবায়ন দেখতে চায়।

পরে ডিসি অফিস মোড়ে পুলিশ ও শিক্ষার্থীরা মোটরসাইকেলের লাইসেন্স চেক করে। বেশকিছু মোটরসাইকেলের সঠিক কাগজ, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট না থাকায় চালককে জরিমানা ও মোটরসাইকেল জব্দ করা হয়। এরপর রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা কর্মসূচি গতকালের মতো সমাপ্ত ঘোষণা করে।

বিক্ষোভ মিছিলে রাজবাড়ীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

ওসি শাহাদত হোসেন জানান, তাঁরা কাজ করছেন। যেসব যানবাহনের ফিটনেস নেই এবং যেসব চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত