Ajker Patrika

ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৪
ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাত রোগে গরু মারা যাওয়ার ঘটনায় একটি অনুসন্ধানকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরদিকে আর্থিক সহায়তার দাবিতে উপজেলার বাসুদেবপুর এবং মহেশপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন।

গতকাল শুক্রবার সাকাল সাড়ে ১১টায় বাসুদেবপুর গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, ক্ষতিগ্রস্ত কৃষক আবুল কালাম আজাদ, বাদশা হোসেন সরকার, সুলতান মাহমুদ প্রমুখ।

তাঁরা বলেন, আমাদের গবাদিপশুগুলো ঘাস ও খড় খেয়ে বিষক্রিয়ায় হঠাৎ মারা যায়। এতে আতঙ্কিত হয়ে কৃষকেরা অল্প দামে বিক্রি করে দিচ্ছেন। এখন আমাদের গোয়াল ঘর শূন্য। তাই আমরা প্রশাসনের কাছে আর্থিক সহায়তা জোর দাবি জানাচ্ছি।

এর আগে বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত দুই দিন উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রাম ও পাকড়ডাঙ্গায় পরিত্যক্ত ব্যাটারি কারখানা এবং বেতদিঘি ইউনিয়নের মহেশপুর গ্রাম পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রতিনিধি দলটি। একই সঙ্গে তাঁরা ওই এলাকার ঘাস ও খড়সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।

প্রতিনিধি দলের আহ্বায়ক ডা. মো. গোলাম আজম চৌধুরী জানান, আমরা বিষয়টি সরেজমিনে তদন্ত করছি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছি এবং ব্যাটারি কারখানা থেকে ছড়ানো বজ্য, আশপাশের জমির ঘাস ও খড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। অনুসন্ধানের কাজ শেষ হলে বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত