Ajker Patrika

তালার ভেতর মিলল কোটি টাকার স্বর্ণ

উত্তরা প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৮: ৫৯
তালার ভেতর মিলল কোটি টাকার স্বর্ণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একই দিনে দুটি স্বর্ণের চালান জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। গত বুধবার বেলা সাড়ে ৩টা ও বুধবার দিবাগত রাত ১টায় স্বর্ণগুলো জব্দ করা হয়। দুটি চালানে একই কায়দায় স্বর্ণগুলো পাচার করা হচ্ছিল। এ সময় সাদ্দাম হোসেন নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের মূল্য আনুমানিক দুই কোটি টাকা।

ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম গতকাল জানান, বিমানবন্দরের ৩ ও ৪ নম্বর ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত দুটি লাগেজ স্ক্যানিং করে ভেতরে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এরপর ভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে লাগেজ দুটি খোলা হয়। এ সময় লাগেজে থাকা আটটি তালার মধ্যে বিশেষভাবে রাখা স্বর্ণের ১৬টি বার জব্দ করা হয়। এসব স্বর্ণের দাম প্রায় এক কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা।

শফিকুল ইসলাম বলেন, ওই লাগেজ দুটির কোনো মালিক পাওয়া যায়নি। এ ঘটনায় বিমানবন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে গত বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ৭৩ লাখ টাকার স্বর্ণসহ সাদ্দাম হোসেন নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। ওই যাত্রীর কাছ থেকেও একই কায়দায় রাখা এক কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। তিনি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় এসেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত