Ajker Patrika

ছাত্রলীগ নেতা আটক থানার সামনে বিক্ষোভ

দুর্গাপুর প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬: ৪৪
ছাত্রলীগ নেতা আটক থানার সামনে বিক্ষোভ

দুর্গাপুর সদর বাজারে পুলিশের বিরুদ্ধে এক ছাত্রলীগ নেতাকে আটক ও লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা থানার সামনে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।

লাঞ্ছিতের শিকার ওই ছাত্রলীগ নেতার নাম সাদেকুল ইসলাম। তিনি জেলা ছাত্রলীগের সাবেক উপগণযোগাযোগ উন্নয়ন সম্পাদক। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দুর্গাপুর সদর থানা গেটসংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থানার সামনেই ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করলে থানার পুলিশও সতর্ক অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পুলিশ ও থানার পুলিশ মিলে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দুর্গাপুর সদর থানা গেটসংলগ্ন মোড়ে চেক পোস্ট বসিয়ে অবৈধ গাড়ি ধরছিল। এ সময় জেলা ছাত্রলীগ নেতা সাদেকুল ইসলামের মোটরসাইকেল থামাতে বলে পুলিশ। তিনি মোটরসাইকেল না থামিয়েই তাঁর কাগজপত্র আছে বলে দাবি করেন। এ সময় পুলিশের এক সদস্য তাঁর মাথায় হেলমেট না থাকায় গাড়ির চাবি কেড়ে নেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশের এক সদস্য তাঁকে গলা চিপে ধরার কথা বললে সাদেক ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এতে ওই পুলিশ সদস্য ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা সাদেককে আটক করে থানায় নিয়ে যান।

জেলা ছাত্রলীগের সাবেক উপগণযোগাযোগ উন্নয়ন সম্পাদক সাদেকুল ইসলাম বলেন, ‘পুলিশ আগে আমার গলা চেপে ধরার হুমকি দেন। পরে ওই পুলিশকে আমি অশ্লীল ভাষায় গালি দিয়েছি।’ এরপর পুলিশ তাঁকে টেনেহিঁচড়ে লাঞ্ছিত করে থানায় নিয়ে গেছেন বলেও অভিযোগ তাঁর।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, সামান্য গাড়ি ধরা নিয়ে ওই ছেলেকে আটক ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (তদন্ত) নয়ন হাসান বলেন, অবৈধ গাড়ির বিরুদ্ধে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী বিশেষ অভিযান চলছে। গতকাল শনিবার দুর্গাপুর সদরবাজারে চেকপোস্ট বসানো হয়েছিল। সেখানে পুলিশের সঙ্গে ওই ছেলে (সাদেক) বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ওই ছেলে পুলিশকে অশ্লীল ভাষায় গালি দেয়। পরে তাকে থানায় আনা হয়। তাকে মারধর বা লাঞ্ছিত করা হয়নি। এক ঘণ্টা পর সাদেককে ছেড়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত