Ajker Patrika

বসতবাড়ি ভেঙে ফেলে দেওয়া হলো খাদে

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ১৬: ০৬
বসতবাড়ি ভেঙে ফেলে দেওয়া হলো খাদে

মানিকগঞ্জের সিঙ্গাইরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একটি বসতবাড়ি ভেঙে রাস্তার পাশের খাদে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় ৮ জন আহত হন।

আহতরা সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন সাইফুল ইসলাম, রেজিয়া আক্তার, রাসেদ খান, রাহিমা, মাসুদ খান, নাসরিন, ঝর্ণা আক্তার এবং আলমগীর। এ ঘটনায় দুই পক্ষই আদালতে মামলা করেছেন। এদিকে মামলার ভয়ে এলাকা ছাড়া ওই বাড়ির অন্য সদস্যরা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার আঠালিয়া মৌজায় ২০ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের শাহজাহান ব্যাপারীর সঙ্গে মোতালেব হোসেনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একাধিক মামলা রয়েছে। বিরোধপূর্ণ জমিতে বসবাস করছিলেন ঝর্ণা আক্তার। গত শনিবার সকালে এলাকাবাসীর উপস্থিতিতে মোতালেব হোসেন একদল লোক নিয়ে ওই বাড়িতে হামলা চালান। এ সময় তাঁদের হামলায় ৮ জন আহত হন। পরে হামলাকারীরা ওই জমির ওপর করা বাড়ি রাস্তার পাশে খাদে ফেলে দেয়।

ঝর্ণা আক্তার বলেন, ‘মোতালেব হোসেন একদল সন্ত্রাসী নিয়ে দিনদুপুরে দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা করে, আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলে।’

মোতালেব হোসেন বলেন, ‘আমাদের জমিতে জোর করে শাহজাহান, ঝর্ণা এবং তাঁদের স্বজনেরা ঘরবাড়ি করেছে। এ নিয়ে দুই পক্ষের মারামারি হয়।’

সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. আবু হানিফ বলেন, ‘মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত