Ajker Patrika

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৪৪
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার পাকুল্যা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার পাকুল্যা গ্রামের রবিন মিয়া (২৭), চুকুরিয়া গ্রামের শাহিদ মিয়া (২৮), একই গ্রামের সেলিম মিয়া (২৬), রাজ্জাক (৩৪) এবং সাটিয়াচড়া গ্রামের হারুন মিয়া (২৯)। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি, চাকু, একটি সীম বিহীন মোবাইল ফোন, সাদা টেপে মোড়ানো একটি গ্যাস লাইট ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুলা এলাকায় মনিরের গাড়ি পরিষ্কার করার ডকের সামনে ফাঁকা রাস্তায় ডাকাতির প্রস্তুতি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে এবং তাঁদের গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, গতকাল বৃহস্পতিবার সকালে সাত দিনের রিমান্ড আবেদ করে গ্রেপ্তার ব্যক্তিদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত